শিরোনাম
◈ বাংলাদেশের আইনে কী আছে পুরুষদের ধর্ষণের বিষয়ে? ◈ কূটনীতিকের কানাডায় পালিয়ে গিয়ে বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা ◈ ছয় মাস পর জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে ◈ ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার পেয়ে আবেগে বললো এবার আমি স্কুলে যেতে পারবো  ◈ যৌথ বাহিনীর অভিযানে ৩৮৩ জন গ্রেফতার ◈ খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ◈ বিশ্বে প্রথমবার স্বর্ণের দাম তিন হাজার ডলার প্রতি আউন্স ◈ নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান ◈ বিশ্বকাপে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়, এখানে আমার বলার কিছুই থাকতে পারে না: মিথিলা

চলতি বছরের শুরুতেই সুখবর দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জানান, আবার সংসারী হচ্ছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে, ভালোবেসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ে করে তাহসান। আর ২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। বনিবনা না হওয়ায় তারা দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০১৭ সালে। এরপর ২০১৯ সালে মিথিলা নতুন করে ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। আর তাহসান ছিলেন একা।

গায়কের বিয়ে নিয়ে শুরু থেকেই নিশ্চুপ আছেন মিথিলা। প্রশ্ন করা হলেও এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, ‘বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলব। যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার বলার কিছুই থাকতে পারে না।’

এর আগে, এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’ অভিনেত্রীর মতে, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।

মিথিলা বলেছিলেন, ‘তাহসান আর আমি দুজন লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো সন্তানের ক্ষতি হবে। এজন্য তাহসানের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে। প্রায়ই মেয়েকে নিয়ে আমাদের কথা হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়