বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান এর আগে গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। পরে সফল অস্ত্রোপচার শেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেন তিনি। এর মধ্যে এই হামলা নিয়ে বহু নাটকীয় ঘটনার মোড় নেয়। জানুয়ারি মাসের ঘটনা ফেব্রুয়ারিতেও থামেনি অভিনেতাকে নিয়ে জল্পনা। এর মাঝে গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) আবার লীলাবতী হাসপাতালে দেখা গেল অভিনেতাকে।
ছয়বার ছুরির কোপ পড়েছিল সাইফ আলি খানের শরীরে। শিরদাঁড়ার কাছে বিঁধে ছিল ভাঙা ধাতব ফলা। সেখান থেকে বেরিয়ে এসেছিল সেরিব্রো-স্পাইনাল তরল। যার শরীরের এমন ধকল গেছে, তিনি মাত্র পাঁচ দিনেই সুস্থ হয়ে গটগটিয়ে হেঁটে বাসায় ফিরেছিলেন। সাইফের এমন বীরদর্পে প্রত্যাবর্তন দেখে ফিসফাস শুরু হয় বলিপাড়ায়।
কেউ কেউ আবার সরাসরি প্রশ্ন তোলেন— এমন গুরুতর আঘাত লেগেছিল যার, তিনি মাত্র পাঁচ দিনে সুস্থ হয়ে বাসায় ফিরেন কীভাবে? কেউ কেউ একধাপ এগিয়ে গোটা ঘটনাকে ‘সাজানো নাটক’ বলেও ব্যাখ্যা দিয়েছেন। জানুয়ারির ঘটনা ফেব্রুয়ারিতেও সাইফকে নিয়ে জল্পনা থামাতে পারেনি। এর মধ্যেই আবার লীলাবতী হাসপাতালে অভিনেতা, কিন্তু কেন?
জানা গেছে, গতকাল রোববার পরনে সাদা টিশার্ট, ডেনিম প্যান্ট, চোখে রোদ চশমা, চুলে উল্টে আঁচড়ানো পরিপাটি হয়ে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই হাসপাতালে ঢুকলেন সাইফ আলি খান। এবারও একেবারে ঋজু তিনি। যদিও প্রথমবার হাসপাতাল থেকে ফেরার দিন সাংবাদিকদের দেখে অভিবাদন জানিয়েছিলেন। এবার সেসব এড়িয়ে গেলেন অভিনেতা। সোজা হাসপাতালে ঢুকে গেলেন।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ই চিকিৎসকরা বলেছিলেন— মাঝেমধ্যে এসে তাকে চেকআপ করাতে হবে। সে রকমই ‘রুটিন চেকআপে’ গিয়েছিলেন সাইফ আলি খান। চিকিৎসকরা তাকে চেকআপ করে আপাতত বিশ্রাম নিতে বলেছেন তাকে। সম্প্রতি নেটফ্লিক্সের অনুষ্ঠানে দেখা গিয়েছিল সাইফকে।
আপনার মতামত লিখুন :