শিরোনাম
◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৫ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পপির বিরুদ্ধে থানায় অভিযোগের নেপথ্যে কী? চাঞ্চল্যকর তথ্য দিলেন মা মরিয়ম (ভিডিও)

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে সংবাদমাধ্যমে একাধিক অভিযোগ করলেন অভিনেত্রীর মা মরিয়ম বেগম। জানালেন এর আগেও একাধিকবার ভাই-বোনদের ঠকিয়ে পারিবারিক জমি দখল করেছেন অভিনেত্রী। তাই পপির বিরুদ্ধে সঠিক বিচার চান তিনি।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায়  জিডি করেন অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন।

 জিডিতে পপির বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল।
 
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে অবস্থান করেন পপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান উদ্দিন কামাল। সঙ্গে কল্লোল মজুমদার ও শিপন নামে আরও দুজন সহযোগী ছিলেন।
 
জমি দখলে ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম পপিকে বাধা দেন। এসময় পপি ও তার স্বামী ফিরোজা, মরিয়মকে ভয় দেখান ও মেরে ফেলার হুমকি দেন।
 
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে পপির মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরেই স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি দখলের চেষ্টা করছে।
 
এর আগেও পারিবারিক জমি দখল করেন পপি। সে প্রসঙ্গে মরিয়ম বলেন, আমার স্বামী আমির হোসেন জীবিত থাকা অবস্থাতেই পারিবারিক জমি ১১ কাঠার মধ্যে পপি নিজের নামে ৫ কাঠা লিখে নিয়েছিল। ওই সময় পেশী শক্তি দিয়ে আমাদের ভয় দেখানো হয়েছিল। উপায় না পেয়ে নায়ক আলমগীর সাহেব, জায়েদ খানসহ আরও দুয়েকজনকে জানাই। তারা পপিকে বিষয়টি সমাধানের কথা জানালেও পপি থামছেই না।

মরিয়ম আরও বলেন, এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। পপি ছাড়াও আমার আরও ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তাদের হুমকি দিচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে। এই বয়সে আমরা কোথায় যাব?

পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি।
 
ফিরোজা আরও বলেন, স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
 
এ বিষয়ে চিত্রনায়িকা পপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
 
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। উৎস: সময়নিউজ২৪ ও চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়