শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রতিদিন গোসলের সময় নিজের শরীরের সব অংশ ছুঁয়ে দেখি’

তামিল, তেলেগু, মালায়মাম ছবি ছাপিয়ে বলিউডেও আলাদা অবস্থান করেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় ও সৌন্দর্যে কোটি কোটি ভক্ত রয়েছে তার। এবার নিজের সৌন্দর্যের রহস্য প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি ‘দ্য মাসুম মিনাওয়ালা শো’ নামের এক অনুষ্ঠানে হাজির হন তামান্না ভাটিয়া। সেখানে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার নিজের শরীরকে ভালোবাসি। দীর্ঘ কাজের পর দিন শেষে আমি যখন গোসল করি, নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। শুনে হয়তো অদ্ভুত পাগলিামি মনে হতে পারে, কিন্তু কেন করব না? আমি জানি, প্রতিদিন কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, পুরো দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।”

নিজের শরীরকে ভালোবাসার কথা এর আগেও জানিয়েছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। তখন খুবই চিকন গড়নে থাকা তামান্না বলেছিলেন, ‘একটা সময়ে আমি ভাবতাম, চিকন হলেই সুন্দর দেখতে লাগে। তবে পরে বুঝলাম, আমার সত্যিই এর থেকে কোনো ভালো অনুভূতি হয় না। আসলে চিকন হওয়ার সঙ্গে ভালো অনুভূতির কোনো সম্পর্কই নেই।”

তামন্নাকে ভাটিয়াকে শেষ দেখা গিয়েছে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে। এর আগে ‘স্ত্রী ২’ ও ‘বেদা’ ছবিতে দেখা গিয়েছে তাকে। এ ছাড়া অশোক তেজা পরিচালিত ছবিতে ‘ওডেলা ২’-তে দেখা যাবে তামান্নাকে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়