শিরোনাম
◈ ‘শেখ-এর বেটি আসবেই’ এবার ভেসে উঠল পার্কের ডিজিটাল স্ক্রিনে  ◈ আয়করে সবচেয়ে বড় ছাড় ঘোষণা, মানুষের হাতে টাকা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত ◈ দেশে অবৈধ বিদেশিদের ধরতে কাজ শুরু করল সরকার, টাস্কফোর্স গঠন ◈ বাংলাদেশকে টিউলিপের বিরুদ্ধে তদন্তে সহায়তা করছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ◈ পুরস্কার নেওয়ার পরেই তো ‘বেইজ্জতটা’ করল: সলিমুল্লাহ খান ◈ আত্মসমপর্ণের পর জেনারেল নিয়াজীর শেষ পরিণতি কী হয়েছিল? ◈ ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানি দেশে ফেরত ◈ ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন বললেন ইলন মাস্ক ◈ বইমেলার ডাস্টবিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিলো আর্সেনাল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গোপন ভিডিও ফাঁস’, অবশেষে মুখ খুললেন পাকিস্তানি তারকা

জনপ্রিয় টিকটক তারকা ইমশা রহমান অবশেষে তার বিরুদ্ধে হওয়া ‘ভুয়া’ ভিডিও কেলেঙ্কারির বিষয়ে মুখ খুলেছেন। গত নভেম্বরে ছড়িয়ে পড়া একটি ‘গোপন’ ভিডিও তার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে বলে জানান তিনি।

কে এই ইমশা রহমান?

পাকিস্তানি তারকা ইমশা রহমান একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। পাকিস্তানে টিকটক ও ইনস্টাগ্রামে তার বিশাল সংখ্যক ফ্যান-ফলোয়ার রয়েছে।

লাস্যময়ী ইমশার জন্ম লাহোরে, ২০০২ সালের ৭ অক্টোবর। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১,১১,০০০-এর কিছু বেশি হলেও টিকটকে তার ফলোয়ার সংখ্যা ২ লাখের বেশি।

২৩ বছর বয়সি ইমশা রহমান প্রথমে ফিশিং ও লাইফস্টাইল বিষয়ক কন্টেন্ট শেয়ার করে তার সোশ্যাল মিডিয়া যাত্রা শুরু করেন। পরে তিনি টিকটকে সাধারণ, বাস্তবধর্মী ও সমসাময়িক ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 

তিনি এখন পাকিস্তানের অন্যতম আলোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। যার কনটেন্ট তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়।

ভিডিও কেলেঙ্কারি প্রসঙ্গে ইমশা

সম্প্রতি দুবাই-ভিত্তিক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘আমি যখন প্রথমবার ভিডিওটি (ফাঁস হওয়া) ইন্টারনেটে দেখলাম, তখন আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেল’।

ইমশা আক্ষেপ করে বলেন, ‘আমি এখন আর বিশ্ববিদ্যালয়ে যেতে পারি না, আমি কারও সামনে দাঁড়াতে পারি না। এমনকি মৃত্যুর হুমকিও পাচ্ছি’।

তার মতে, ‘অনলাইনে মানুষ ভাবে, অন্যদের ভিডিও বানানো ও ছড়িয়ে দেওয়াটা একটা মজার বিষয়। কিন্তু তারা বুঝতে পারে না যে, এতে ভুক্তভোগীর জীবন কীভাবে ধ্বংস হয়ে যায়!’

তিনি আরও জানান, জনগণের চাপ সত্ত্বেও তিনি সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

ইমশা রহমান বলেন, আমি চাইলেই সামাজিক মাধ্যমে উত্তর দিতে পারতাম। কিন্তু আমি তা না করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তদন্ত সংস্থার প্রশংসা

এদিকে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) ইতোমধ্যেই দোষী ব্যক্তিকে গ্রেফতার করেছে বলেও নিশ্চিত করেন তিনি। তদন্ত সংস্থাটির প্রশংসা করে বলেন, আমাদের এফআইএ অনেক কিছুই করতে সক্ষম। তারা অপরাধীকে গ্রেফতার করেছে এবং সে এখন কারাগারে।

ইমশা এ সময় ভুক্তভোগীদের উৎসাহ দিয়ে বলেন, ‘ভুক্তভোগীদের কখনোই চুপ থাকা উচিত নয়। তারা যেন আইনগত ব্যবস্থা নেয়, যাতে অপরাধীরা শাস্তি পায়’।

সেই সঙ্গে পাকিস্তানের নৈতিকতা ও সাইবার অপরাধ দমনে তদন্ত সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন এই তারকা। সূত্র: সামা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়