শিরোনাম
◈ দেশে অবৈধ বিদেশিদের ধরতে কাজ শুরু করল সরকার, টাস্কফোর্স গঠন ◈ বাংলাদেশকে টিউলিপের বিরুদ্ধে তদন্তে সহায়তা করছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ◈ পুরস্কার নেওয়ার পরেই তো ‘বেইজ্জতটা’ করল: সলিমুল্লাহ খান ◈ আত্মসমপর্ণের পর জেনারেল নিয়াজীর শেষ পরিণতি কী হয়েছিল? ◈ ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানি দেশে ফেরত ◈ ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন বললেন ইলন মাস্ক ◈ বইমেলার ডাস্টবিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিলো আর্সেনাল ◈ সেনাবাহিনী ও বিকেএসপি থেকে নারী ফুটবলাররা ক্যাম্পে যোগ দিচ্ছে,  বিদ্রোহী নিয়ে আগ্রহ নেই কোচের ◈ গাজী কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ ১৮২ জন ‘বেঁচে আছেন’, স্বজনদের ফোন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের কেন রেওয়াজ মানতে হবে? ফটোসেশন নিয়ে মুখ খুললেন উপদেষ্টা ফারুকী

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন করার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। সেই ফটোসেশনের ব্যাখ্যা দিয়ে এবার মুখ খুলেছেন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন উপদেষ্টা ফারুকী।

তিনি লিখেছেন, পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটোসেশন নিয়ে গতকাল থেকে নানারকম আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে স্টেজেই পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের একটা রেওয়াজ চালু আছে। কিন্তু আমরা তো সংস্কার করতে আসা সরকার। আমাদের কেন রেওয়াজ মানতে হবে?
 
আজকে আমাদের মন্ত্রণালয়ে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সিদ্ধান্ত নিয়েছি গ্রুপ ফটোসেশনের এই রেওয়াজ এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে আর রাখা হবে না। গ্রুপ ফটোসেশন কোথায় কীভাবে হবে এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।
 
তিনি আরও বলেন, ছয়মাস হলো আমরা একটা খুনি-সাইকোপ্যাথের হাত থেকে মুক্তি পেয়েছি। জাস্ট ছয় মাস! যে খুনি শত শত মানুষকে গুম করিয়েছে, হাজার হাজার বিরোধী মতের মানুষকে খুন করিয়েছে, জুলাইতে একটা নারকীয় গণহত্যা চালিয়েছে, ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করে তার মেয়েকে জড়িয়ে ধরে নাটক করেছে, হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ মেরেছে- তার সঙ্গে শিষ্টাচার? হিটলারের সঙ্গে শিষ্টাচার? আর ইউ সিরিয়াস? সালাম দিয়ে বলতে হবে, প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে পুরস্কারের জন্য মনোনীতদের সাতজনের হাতে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
 
অনুষ্ঠানে অতিথিদের পেছনে পুরস্কারপ্রাপ্তদের দাঁড় করিয়ে ফটোসেশন করা হয়। পেছনে দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলার সেই কাতারে ছিলেন এ বছর প্রবন্ধ/গদ্যে পুরস্কার পাওয়া সলিমুল্লাহ খানও। যা নিয়েই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়