শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষরাও যৌ.ন হয়রানির শিকার হয়: প্রিয়াঙ্কা

ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। বলিউড জয় করে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও তৈরি করেন নিজের জায়গা। অথচ তাকেও নাকি একটা সময় বিনা কারণে হেনস্থার শিকার হতে হয়েছে। বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে তিনি জানালেন, এখানে শুধু নারীরা নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্থার শিকার।

একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। ক্ষমতাধর একজন প্রেমিকাকে সিনেমায় নিতে চুক্তি হওয়া সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে।

অতীতের অভিজ্ঞতা তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, ‘হ্যাঁ, আমাকেও একটা সময় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, একজন অন্য কাউকে নিতে বলেছিলেন। আমি একটা সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর তার প্রেমিকাকে ওই সিনেমায় নেওয়ার জন্য সুপারিশ করে। সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।’

এরপর প্রিয়াঙ্কা চোপড়ার কথায় উঠে আসে যৌন হয়রানির কথা। তিনি বলেন, ‘শুধু নারীরা নন, বলিউডে পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। নিম্নমানের এই মানুষগুলো নতুনদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়