শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহিদ-পূজার চুমু নিয়ে তোলপাড়

গত কয়েক বছর ধরেই সুপার হিট সিনেমা নেই বলিউড অভিনেতা শহিদ কাপুরের ঝুলিতে। কয়েক দিন পরই মুক্তির কথা রয়েছে তার অভিনীত ‘দেবা’ সিনেমার। এরই মধ্যে সেন্সর বোর্ডের ইউ/এ সার্টিফিকেট পেয়েছেন পরিচালক রোশান অ্যান্ড্রুজ।

অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত ‘দেবা’ সিনেমায় শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। সিনেমাটিতে এ জুটির চুমুর দৃশ্য রয়েছেন; যা নিয়ে আপত্তি জানায় ভারতীয় সেন্সর বোর্ড।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। তবে সিনেমাটিকে তিনটি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চুম্বন দৃশ্যের দৈর্ঘ্য ৬ সেকেন্ড কমানো হয়েছে। ‘অশ্লীল অঙ্গভঙ্গি’র দৃশ্য যথাযথভাবে পরিবর্তন করা হয়েছে। সিনেমাটির একাধিক জায়গায় ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করা হয়েছিল এবং সেগুলোর পরিবর্তে ‘হালকা শব্দ’ ব্যবহার করা হয়েছে। সাবটাইটেলেও পরিবর্তন আনা হয়েছে।

সেন্সের বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনেমার পরিবর্তনগুলো করেছেন নির্মাতা। গত ৩০ ডিসেম্বর ইউ/এ সার্টিফিকেট দেওয়া হয়। সিনেমাটির দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৩৬ মিনিট ৫৯ সেকেন্ড। পরিবর্তনের পর তা ১৫৬ মিনিট ৫৯ সেকেন্ডে দাঁড়িয়েছে।

‘কবীর সিং’ সিনেমায় শহিদ কাপুরকে যেমন ‘রাফ অ্যান্ড টাফ’ রূপে দেখেছেন দর্শকরা। ‘দেবা’ সিনেমার ট্রেইলারেও খানিকটা তেমন লুকে দেখা যায় তাকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়