শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন পরীমণি

ক’দিন আগেই টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনী দোকানের উদ্ভোধনী অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। তার আগমনের কথা আগেই ছড়িয়ে যায়। এরপরই শুরু হয় নানা বিতর্ক। বিপরীতমুখী অবস্থান নেন একাংশ মানুষ। আর একপর্যায়ে সেই অনুষ্ঠানে যাওয়া বন্ধ হয় এ নায়িকার।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। যা নিয়ে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা বেশ উদ্বেগ জানান। তারা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। আবার এই চর্চার মধ্যেই রোববার (২৬ জানুয়ারি) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়েরকৃত এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এ নায়িকার বিরুদ্ধে।

পরীমণিকে শোরুম উদ্বোধীন অনুষ্ঠানে যেতে বাধা এবং পরদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে ইতোমধ্যে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেন ছাড়াও ইন্ডাস্ট্রির অনেকে কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন এ অভিনেত্রী।

এ চিত্রনায়িকার কাছে ফেসবুকে লেখালেখির পরদিনই পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পরীমণি বলেন, প্রতিবাদ করার জন্য যদি আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাহলে সেটি কষ্টকর। মানুষ কথা বলা ছাড়া কীভাবে থাকবে?

তিনি বলেন, যিনি চুপ থাকতে চান তিনি চুপ থাকুক। কিন্তু যে কথা বলতে চায়, তাকে তো কথা বলতে দিতে হবে। তবে বিষয়টি যেহেতু আদালতের, আবার আইনিপ্রক্রিয়া, তাই আমিও আইনিপ্রক্রিয়াতেই চলব। আর এটি আমার আইনজীবী দেখভাল করছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়