শিরোনাম
◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা ◈ ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে; আশা টবি ক্যাডম্যানের (ভিডিও) ◈ খুলনাকে হারিয়ে রংপুরের ঘাড়ে নিশ্বাস ফেলছে বরিশাল ◈ রক্ষক না হয়ে সুর ছিলেন ভক্ষকের ভূমিকায়: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন পরীমণি

ক’দিন আগেই টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনী দোকানের উদ্ভোধনী অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। তার আগমনের কথা আগেই ছড়িয়ে যায়। এরপরই শুরু হয় নানা বিতর্ক। বিপরীতমুখী অবস্থান নেন একাংশ মানুষ। আর একপর্যায়ে সেই অনুষ্ঠানে যাওয়া বন্ধ হয় এ নায়িকার।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। যা নিয়ে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা বেশ উদ্বেগ জানান। তারা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। আবার এই চর্চার মধ্যেই রোববার (২৬ জানুয়ারি) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়েরকৃত এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এ নায়িকার বিরুদ্ধে।

পরীমণিকে শোরুম উদ্বোধীন অনুষ্ঠানে যেতে বাধা এবং পরদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে ইতোমধ্যে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেন ছাড়াও ইন্ডাস্ট্রির অনেকে কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন এ অভিনেত্রী।

এ চিত্রনায়িকার কাছে ফেসবুকে লেখালেখির পরদিনই পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পরীমণি বলেন, প্রতিবাদ করার জন্য যদি আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাহলে সেটি কষ্টকর। মানুষ কথা বলা ছাড়া কীভাবে থাকবে?

তিনি বলেন, যিনি চুপ থাকতে চান তিনি চুপ থাকুক। কিন্তু যে কথা বলতে চায়, তাকে তো কথা বলতে দিতে হবে। তবে বিষয়টি যেহেতু আদালতের, আবার আইনিপ্রক্রিয়া, তাই আমিও আইনিপ্রক্রিয়াতেই চলব। আর এটি আমার আইনজীবী দেখভাল করছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়