মনিরুল ইসলাম : বাবুল চৌধুরী পরিচালিত চিত্রা জহির প্রযোজিত চলচ্চিত্র চাষীর মেয়ের মুক্তির পাঁচ দশক। আগামী ২৬ জানুয়ারি রোববার বেলা ০৩:০৫ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে চলচ্চিত্রটি। তখনকার সামাজিক প্রেক্ষাপটে চিত্রায়িত রোমান্টিক-প্রেমের একশন ধর্মী চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি শাবানা-আলমগীর। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, প্রবীর মিত্র, সুভাষ দত্ত, আনোয়ারা, টেলি সামাদ প্রমুখ।এই চলচি্চত্রের কাহিনী লিখেছেন সাঈদুর রহমান সাঈদ, সংলাপ রচয়িতা আশীষ কুমার লোহ।সঙ্গীত পরিচালক সত্য সাহা, গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার।সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন- সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আবদুল হাদী। চলচ্চিত্রটি ১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পায়।
আপনার মতামত লিখুন :