শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই অটোচালককে পেয়ে জড়িয়ে ধরলেন সাইফ আলী খান

নাম তাঁর ভজন সিং রানা। এতদিন লোকে তাঁকে শুধু অটোচালক হিসেবেই চিনতেন। কিন্তু গত বুধবার রাতে রক্তাক্ত সাইফকে হাসপাতালে পৌঁছে খান পরিবারের কাছে তিনি সুপারহিরো; জীবনদাতা।

আর মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতালে যখন সাইফকে দেখতে গেলেন জীবনদাতা অটোচালক ভজন, তখন দূরে ঠেলে রাখলেন না সাইফ। কাছে টেনে জড়িয়ে ধরলেন। শুধুই কি তাই, আড্ডা দিলেন বেশ কিছুক্ষণ। আর সাইফের মা শর্মিলা ঠাকুর কাছে ডাকলেন ভজনকে। মাথায় হাত বুলিয়ে করলেন আশীর্বাদ।

ভারতীয় গণমাধ্যমে এসেছে সে রাতের ভয়াবহতার কথা। অটোচালক ভজন জানান, তিনি প্রথমে চিনতে পারেননি আহতকে। পরে আহত সাইফই জানান, তিনি অভিনেতা সাইফ আলি খান। তারপর একছুটে অটো গিয়ে দাঁড়ায় লীলাবতী হাসপাতালে। চিকিৎসকরা তখনই জানিয়ে ছিলেন, সাইফকে দ্রুত আনার কারণে চিকিৎসায় সাহায্য হয়েছে।

প্রথমে শোনা গিয়েছিল, সেদিন রাতের জন্য অটোচালককে নাকি কোনো অটো ভাড়াই দেননি সাইফ। তবে পরে অটোচালক নিজেই জানিয়ে ছিলেন সাইফের পরিবারের থেকে ১১ হাজার রুপি পেয়েছেন তিনি।

সাইফের স্বাস্থ্য নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ছিলেন খান পরিবারসহ অনুরাগীরা। সেই চিন্তা দূর করতেই বাড়িতে ঢোকার মুখেই গতকাল সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই হাত তুলে সাইফ বুঝিয়ে দেন তিনি একেবারে সুস্থ। সাদা শার্ট, ডেনিম জিনস, চোখে রোদচশমায় সাইফকে দেখা গেল একেবারে নবাবী মেজাজে। ছোটা নবাবকে দেখে একেবারে বোঝাই যাচ্ছিল না যে, ঠিক পাঁচদিন আগেই তাঁর ওপর দিয়ে এমন ঝড় বয়ে গেছে।

সাইফকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। আগামী দু’মাস তাঁর চিকিৎসা চলবে। থাকতে হবে পুরোপুরি বিশ্রামে।  সূত্র: হিন্দুস্তান টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়