শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:৫৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিয়েতে বিশ্বাস নেই, শুধু শয্যাসঙ্গীর প্রয়োজনে...!’ 

নিজের বক্তব্য যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, বোধ হয় বুঝতেই পারেননি টাবু। সমাজমাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়তেই টনক নড়েছে তার। 

বিরক্ত অভিনেত্রীর দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যম সেটা বিকৃত করে পরিবেশন করেছে। যার জেরে ভুগতে হচ্ছে তাকে। টাবুর এই বক্তব্য তার সহকারীরা সমাজমাধ্যমে শেয়ার করেছেন। এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমগুলোকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

টাবু সম্প্রতি অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিতে যোগ দিয়েছেন। এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এক পুরনো সাক্ষাৎকার। 

২০২৪-এ তিনি ‘ক্রু’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, টাবু কি বিয়েতে বিশ্বাসী? সংবাদমাধ্যমের দাবি, সেই সময় অভিনেত্রী নাকি বলেছিলেন, “বিয়েতে বিশ্বাসী নই। পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!” অভিনেত্রীর এই বক্তব্য হঠাৎই আবার ভাইরাল। যার জেরে নাস্তানাবুদ তিনি। সমাজমাধ্যমে তাকে কটাক্ষের শিকার হতে হচ্ছে।

নিজেকে নেটাগরিকদের কটূক্তি থেকে দূরে রাখতেই এর পর অভিনেত্রীর পক্ষ থেকে প্রচার করা হয়, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি এ রকম কোনও কথা বলেননি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়