মনিরুল ইসলাম: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা -নায়ক - পরিচালক নায়করাজ রাজ্জাক। ২৩ জানুয়ারি এই কিংবদন্তীর ৮৩ তম জন্মদিন।
নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই তাদের অনুষ্ঠানমালায় নানা আয়োজন রেখেছে। সকালে গান দিয়ে শুরু হবে এই আয়োজন। এতে থাকবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। সঙ্গীত পরিবেশন করবেন মো. খুরশীদ আলম ,আতিয়া আনিসা এবং মেজবাহ বাপ্পী।
তারকা কথনে উপস্থিত থাকবেন রাজ্জাক তনয় নায়ক সম্রাট, দুপুর ০১:০৫ মিনিটে এবং সিনেমার গানে থাকবে নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর ০১:৩০ মিনিটে দেখা যাবে সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় নায়ক থেকে নায়ক রাজ। বেলা ০৩:৩০ মিনেট থাকবে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত চলচ্চিত্র 'আয়না কাহিনী'।