মনিরুল ইসলাম : আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা #ফেলুবক্সি রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভিষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাই কে। @Dev Sinha @Aditi Bose Soham Chakraborty Madhumita কান্না পাচ্ছে কিন্তু আমার।
এভাবেই পরীমনি তার ভেরিফাইড পেইজে জানান দিলেন তার কলকাতায় মুক্তি পাবার আগ মুহূর্তে ' ফেলুবক্সি' নিয়ে।
তিনি তার ষ্ট্যাটাসে বলেন, ডানা কাটা পরী বলেই আজ উরে যেতে পারি না। যাইহোক, কলকাতা আমি যেতে পারি নি কিন্তু ফেলুবক্সির লাবণ্য কে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম…….
প্রিয় কলকাতা ভালোবাসা নিও। ❤️
আজ বৃহস্পতিবার ২২ মিনিট আগে তার পোষ্টে কমেন্ট পড়েছে ৬২০টি। শেয়ার ৭টি। সবাই তাকে শুভকামনা জানাচ্ছেন।
আপনার মতামত লিখুন :