শিরোনাম
◈ নিজস্ব ব্যাংক হিসাবে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ◈ চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং ◈  সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার ◈ আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার ◈ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, প্রস্তুতি শুরু বিএনপিসহ সমমনাদের ◈ এবার পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান! ◈ পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক ◈ সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ ◈ ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি সাবধানে কথা বলো: আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন দ্রুত আসছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের বিরুদ্ধে অভিনেত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগ

পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী মাহনূর। এই অভিনেত্রী অভিযোগ করেছেন, তাকে বন্দুকের মুখে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশটির সারগোধা জেলার একজন পুলিশ অফিসার।

মাহনূর, 'শের দিল' সিনেমার জন্য পরিচিত। পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. উসমান আনোয়ারের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন তিনি। তার অভিযোগটি দ্রুত তদন্তের জন্য আইজি অফিসে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন যে, তাকে একজন পিএসপি (পাকিস্তান পুলিশ সার্ভিস) অফিসার ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন।

মাহনূরের দাবি, তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধার করতে ডাকা হয়েছিল, তবে সেখানে গিয়ে তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়।

মাহনূর আরো অভিযোগ করেছেন যে, ডিপিও তাকে যৌন নিপীড়ন করার সময় ওই অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর একজন সহযোগী যোগাযোগ করেছিলেন এবং তাকে ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধারে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে, প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না দিয়ে, অভিনেত্রীকে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওই ঘটনার মুখোমুখি হতে হয়।

এ অভিনেত্রী তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। কানাডীয় এ নাগরিক কানাডা দূতাবাসেও অভিযোগ দেয়ার কথা উল্লেখ করেছেন।

এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন। তবে পাঞ্জাবের পুলিশ এখনো এ অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়