শিরোনাম
◈ রাতের আঁধারে রাবির ৫ হলে পোড়ানো হলো কোরআন এবং দেয়ালে পদ্মফুলের ছবি আকা, তদন্ত কমিটি গঠন ◈ কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ◈ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক ◈ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা ◈ দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত ◈ ২০ সেকেন্ডে তালা কেটে ৮ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি করেও শেষ রক্ষা হলো না (ভিডিও) ◈ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, অভিযোগ মমতার মন্ত্রীর ◈ ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দ্য প্রিন্টের সম্পাদকের খোলা চিঠি (ভিডিও)

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন বিয়ের বয়স শেষ আমার : শবনম ফারিয়া

কবে বিয়ে করবেন অভিনেত্রী শবনম ফারিয়া? এই প্রশ্ন প্রায়ই ঘুরতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রীর ভক্তদের কৌতূহলের শেষ নেই তার প্রেমজীবন ও বিয়েকে ঘিরে। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন শবনম ফারিয়ার বান্ধবী উপস্থাপক সারা ফ্যায়রুজ যাইমা। বান্ধবীর বিয়েতে শুরু থেকেই উপস্থিত ছিলেন অভিনেত্রী।

সব আয়োজনেই দেখা মিলেছে সরব উপস্থিতি। ফেসবুকে যাইমার বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যেখানে ভক্তরা জানতে চেয়েছেন, অভিনেত্রী নিজে কবে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সেসব প্রশ্নের জবাবে ফারিয়াকেও মজার মজার উত্তর দিতে দেখা গেছে। 

ফেসবুকে ফারিয়ার পোস্টে এক অনুরাগী লিখেছেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল।

জবাবে শবনম ফারিয়া লেখেন, ‘ভাই, আমি সেই ২০১৯-এ বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ আমার!’
অপর এক ভক্ত প্রশ্ন করেন, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে একটু শুনি?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘একজন মানুষ কতগুলো বিয়ের ছবি আপলোড দিবে? একবার তো দিছি! দেখেন, কারো কারো একটা বিয়েই হচ্ছে না! আমি একাধিক বিয়ের ছবি দিলে কেমন বৈষম্য হয় না? মাত্রই না বৈষম্যবিরোধী আন্দোলন করলাম আমরা?’

ফারিয়ার এই খুনসুটি দারুণ উপভোগ করেছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কমেন্টের বিভিন্ন স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। ভক্তরা প্রত্যাশাও রাখছেন অভিনেত্রীর নতুন জীবন দেখার।

২০১৯ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে।

বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। সে সময় দেশের একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরও প্রচার করা হয়। শোনা যায়, পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া।

পুরো বিষয়টি নিয়েই সে সময় নীরব ভূমিকায় থাকেন তিনি। বিয়ে নিয়েও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে এখন আবারও একাই দেখা যাচ্ছে ফারিয়াকে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে একটি রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন ফারিয়া।  উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়