শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:২৯ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ বছরের আইনি লড়াই শেষে ‘ব্র্যাঞ্জেলিনা’র বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

মঙ্গলবার অ্যাঞ্জেলিনার আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

জোলির জন্যে ঋণের জালে ব্র্যাড পিট!

ব্র্যাড পিটের আইনজীবী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

২০১৪ সালে অ্যাঞ্জেলিনা-ব্র্যাড বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ছয় সন্তান রয়েছে।

২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা।

এই ঘোষণার পর শিশুরা কার জিম্মায় থাকবেন, সে বিষয়টি নিয়ে এক দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ে অবতীর্ণ হন এই দুই তারকা।

২০২১ সালে এক বিচারক বাবা-মা উভয়কেই শিশুদের যৌথ জিম্মাদারের ঘোষণা দেয়।

ভক্তদের কাছে 'ব্র্যাঞ্জেলিনা' নামে পরিচিত এই দম্পতি ২০০৫ সালে একে অপরের সঙ্গে পরিচিত হন। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে তাদের পরিচয় ও পরবর্তীতে প্রণয় হয়।

এটা ছিল ব্র্যাডের দ্বিতীয় বিয়ে। এর আগে ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন তিনি। অ্যাঞ্জেলিনা এর আগে বিলি বব থর্নটন ও জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।

অ্যাঞ্জেলিনার দর্শকনন্দিত সিনেমার মধ্যে আছে লারা ক্রফট: টুম্ব রেইডার, চেঞ্জলিং ও গার্ল, ইন্টারাপটেড। ব্র্যাড পিটের বিখ্যাত সিনেমার মধ্যে আছে ফাইট ক্লাব, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড ও টুয়েলভ মাংকিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়