ইরানের শর্ট ফিল্ম ‘বিফোর হেভেন’ ১৫তম কারামা মানবাধিকার চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কার জিতেছে। ৫ থেকে ১২ ডিসেম্বর জর্ডানের আম্মানে এই উৎসব অনুষ্ঠিত হয়।
আহমেদ হায়দারিয়ান রচিত ও পরিচালিত চলচ্চিত্রটি সেরা শর্ট ফিকশন হিসেবে কারামা ফেদার অ্যাওয়ার্ড পেয়েছে।
ছয় মিনিটের শর্ট ফিল্মটিতে এমন একটি বাড়ির দেয়ালে শিশুদের আঁকা ছবি দেখানো হয়েছে যার নতুন মালিক গোটা দেয়ালে ছবি আঁকার সিদ্ধান্ত নিয়েছেন।
উৎসবের এবারের আসরের প্রতিপাদ্য ছিল ন্যায়বিচার।
কারামা মানবাধিকার চলচ্চিত্র উৎসবে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার এবং ন্যায়বিচারের সন্ধানে, বিশেষ করে ফিলিস্তিনি জনগণের জন্য স্থিতিস্থাপকতার অটুট প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট চলচ্চিত্রগুলিকে তুলে ধরা হয়। সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :