শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফা কবির-তানজিন তিশাদের নিয়ে যা হচ্ছে তা ইতরামি: আব্দুন নূর তুষার

সাফা কবীর, তানজিন তিশা, সুনিধি নায়েক, টয়াদের নিয়ে যা হচ্ছে তা একপ্রকার ইতরামি বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও উপস্থাপক আব্দুন নূর তুষার। শুধু অভিযোগের ভিত্তিতে পাবললিকুলি কাউকে হেয় করাটাও গুরুতর অন্যায় বলে মনে করেন তিনি। 

শুক্রবার সামাজিক মাধ্যমে এসব কথা জানান শুভেচ্ছা খ্যাত উপস্থাপক আব্দুন নূর তুষার।

তুষার বলেন, সাফা কবীর টয়া সুনিধি নায়েক আর তানজিন তিশাকে নিয়ে যা শুরু হয়েছে সেটা একটা ইতরামি। এই ভন্ড সমাজে কোনও বৃহৎ পেইন স্পেশালিস্ট ডাক্তার - কোন চ‍্যানেলের প্রধান ব‍্যক্তি - আর কোন বিরাট ব‍্যবসায়ী অথবা বিখ‍্যাত চিত্রপরিচালক গাঞ্জাওয়ালা পরিবারের সদস‍্য সেটা নিয়ে গবেষণা করেন। তারা পুরুষ নাকি তারা ক্ষমতাবান?  কোনটার জন‍্য তাদের বিষয়ে কথা বলা যাবে না? 

আব্দুন নূর তুষার প্রশ্ন তুলে বলেন, আমি একজনকে চিনি যিনি কেকের মধ‍্যে গাঞ্জা ভরে হ‍্যাশ ব্রাউনি খেয়ে বাথরুমে আছাড় খেয়েছিলেন। আরেকজনকে চিনি দুধের মধ‍্যে গা ঞ্জা সিদ্ধ করে সেবন করতেন। দেশের এক বিখ‍্যাত চিকিৎসক নেতা তো গাঞ্জা ডাইল একসাথে সেবন করতো। কই - এদের নিয়ে আপনাদের মাথাব‍্যাথা নাই কেন? এদের নিয়ে এসব সংবাদ উদ্দেশ‍্যপ্রণোদিত। 

কেবল অভিযোগের ভিত্তিতে এমন সংবাদ পরিবেশন করার বিরুদ্ধে তিনি। বললেন, যে কোনও আসক্তকে এমনিতেও কেবল অভিযোগের ভিত্তিতে এভাবে পাবলিক হিউমিলিয়েশন করা আন এথিকাল ও চিকিৎসার দৃষ্টিভঙ্গি থেকেও অন‍্যায়। আমি মাদকের বিরুদ্ধে কাজ করি আঠারো বছর বয়স থেকে। যে কোনও ব‍্যক্তিকে এভাবে অপমাণিত অভিযোগ নিয়ে সংবাদের মাধ‍্যমে হেয় করা যায় না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়