ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের ঘটনা প্রায়ই শোনা যায়। অভিনেত্রী রশ্মি দেশাই এমনই এক ঘটনা শেয়ার করেছেন যা শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এ অভিনেত্রী।
তিনি জানান, একজন প্রযোজক কাজের বিনিময়ে বলেন, ‘ তোমাকে আমার সঙ্গে শুতে হবে’। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত নায়কও তাকে কাজের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। ‘আমি তখন একদম হতবাক হয়ে গিয়েছি। এই প্রস্তাব শুনে আমার মনে একটাই চিন্তা এসেছিল—কীভাবে পালানো যায়?’
ঈশা আরও জানান, সে সময় তিনি খুব ভয় পেয়ে গিয়েছেন এবং পরিস্থিতি থেকে বাঁচার জন্য অবিলম্বে সেখান থেকে সরে আসেন।
উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি পাওয়া কিসনা ছবির মাধ্যমে ঈশা বলিউডে প্রবেশ করেন। ঈশা বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু কোনও ছবিতেই তাকে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে দেখা যায়নি। ২০২০ সালে ‘দিল বেচারা’ ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল।
আপনার মতামত লিখুন :