শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বরবাদ’ ফার্স্টলুকে শাকিব খান হাজির হলেন গ্যাংস্টার বেশে (ভিডিও)

দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। ভক্তরা তাকে ভালোবেসে ‘কিং খান’, ‘বস’, ‘নবাব’-সহ একাধিক উপাধিতে ভূষিত করেছে। সবসময় নতুনত্ব ও চমক দিয়ে বড় পর্দায় হাজির হন ঢাকাই সিনেমার এ মেগাস্টার। এবার প্রকাশ পেলো তার নতুন সিনেমা ‘বরবাদ’র ফার্স্ট লুক। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় সিনেমাটির প্রথম ঝলক। এর আগে, দুপুরে রাজধানীর এক হোটেলে জমকালো এক আয়োজনে পোস্টারটি প্রকাশ হয়। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

ফার্স্ট লুকে দেখা যায়, দাউ দাউ করে পুড়ছে নগর। পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। আর রক্তে মাখা বিলাসবহুল গাড়ির উপর গ্যাংস্টারের বেশে পিস্তল হাতে সুপারস্টার শাকিব খান। এমন আবহই ফুটে উঠেছে ‘বরবাদ’-এর মোশন পোস্টারে। বোঝা যাচ্ছে সিনেমাটি অ্যাকশন জনরার হতে যাচ্ছে।

শাকিব খান বলেন, সিনেমাটি আমার আগের সব ছবিকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

‘প্রিয়তমা’র পর দ্বিতীয়বার ইধিকা পালের সাথে জুটি বাধবেন শাকিব খান। এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে টলিউড নায়িকা নুসরাত জাহানকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়