শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহাত ফতেহ আলীর সঙ্গে ভিডিও কলে কী কথা হলো রুনা লায়লার

অনুষ্ঠানটি ছিল রুবাইয়াত জাহান ও রাজা কাশেফের গাওয়া নতুন দেশাত্মবোধক গান ‘বাংলাদেশ তোমায় ভালোবাসি’–এর মিউজিক ভিডিওর প্রকাশনা। অনুষ্ঠান চলাকালে একটি ভিডিও কল এল রাজা কাশেফের মুঠোফোনে। তিনি ফোনটা এগিয়ে দিলেন রুনা লায়লাকে। ভিডিও কলে আর কেউ নন, উপমহাদেশের প্রখ্যাত সুফিগানের শিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি রুনা লায়লার সঙ্গে কথা বলতে চাইছেন। ২১ ও ২৩ ডিসেম্বর দুটি অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। আর সেই সুবাদে কুশল বিনিময় করতেই রুনা লায়লাকে তিনি ফোনে খুঁজে নিলেন।

রুনা লায়লা উর্দুতেই কথা শুরু করলেন, ‘কেমন আছেন? শুনলাম, আপনি নাকি ঢাকায় আসছেন? খুব ভালো।’ অপর প্রান্ত থেকে অত্যন্ত বিনয়ী রাহাত ফতেহ আলী খান বললেন, ‘ভালো আছি। জি, আমি আসছি ২০ তারিখ। আপনি কেমন আছেন?’

এরপর দুজনের কথা চলতে থাকল। রুনা লায়লা ভিডিও কলেই উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বিভিন্ন বিষয় নিয়ে কথার ফাঁকে তিনি মনে করিয়ে দিলেন যে রাহাত ফতেহ আলী খানের গাওয়া প্রথম বাংলা গানটি তাঁর সুর করা। ‘ভালোবাসা আমার পর হয়েছে,/ বুকে বেদনার ঝড় বয়েছে,/ মন তবু সব সয়েছে।’ রুনা লায়লা গানটি গেয়েও উঠলেন। এরপর রাহাত ফতেহ আলী খানের পালা।

তিনিও গেয়ে উঠলেন গানটি। ফোনেই চমৎকার একটি জ্যামিং সবাই উপভোগ করলেন। ঢাকায় এলে রাহাত ফতেহ আলী খান যেন একটি সন্ধ্যা গুণী এই শিল্পীর বাড়িতে কাটান, সে আমন্ত্রণ জানাতে ভুললেন না রুনা লায়লা। রাহাত ফতেহ আলী খানও তা সাদরে গ্রহণ করলেন।

দুই কিংবদন্তির কথোপকথন শেষ হতেই সবার চোখ পড়ল ভিডিও মনিটরে। রুনা লায়লার ঘোষণার পর সেখানে অবমুক্ত হলো রুবাইয়াত জাহান ও রাজা কাশেফের গাওয়া দেশের গানের মিউজিক ভিডিও ‘বাংলাদেশ তোমায় ভালোবাসি’। গানটি দেখা যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ও প্রথম আলোর ফেসবুক পেজে।

১৫ ডিসেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে বসেছিল এ আয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, ফোয়াদ নাসের বাবু, শহীদুল্লাহ ফরায়জী, রবি চৌধুরী, ধ্রুব গুহ, তরুণ মুন্সী, তানজিলা রুমা, সাদেক আলী প্রমুখ।  উৎস: প্রথম আলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়