শিরোনাম
◈ তিন শিক্ষার্থীকে ‘গুপ্তহত্যা’,  ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল (ভিডিও) ◈ কারাগার থেকে  স্বজনদের কাছে ব্যারিস্টার সুমনের চিঠি, যা লিখলেন ◈ ইন্টারনেট শাটডাউনে বাংলাদেশের ভাবমূর্তি ধুলোয় মিশে গিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত ◈ ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র ◈ ‘জয় বাংলা’ স্লোগান কি নিষিদ্ধ, যা জানা গেল ◈ বিজয় দিবসকে কেন্দ্র করে মোদির দাবির জবাব দেবে সরকার ◈ ভারত থেকে এসেছে আরও ১৯০০ মেট্রিক টন আলু, কেজি পড়েছে সাড়ে ২৮ টাকা ◈ ঘুষ চাইলে দরজা বন্ধ করে যা দেওয়ার দিয়ে দেন: জনপ্রশাসন সচিব (ভিডিও) ◈ ডক্টর ইউনুস, শেখ হাসিনা ও নির্বাচন প্রসঙ্গে যা বললেন ব্রিটিশ এমপি রুপা হক(ভিডিও) ◈ মনে হচ্ছে অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে: জিএম কাদের (ভিডিও)

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০২ বিকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসছে শাকিবের ‘বরবাদ’-এর ফার্স্টলুক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটি নিয়ে এতদিন ছিল কঠোর গোপনীয়তা। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল (বুধবার) ১৮ ডিসেম্বর সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হবে।

মূলত, মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে। সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এখন পর্যন্ত শুটিংয়ের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এটি পরিচালকের প্রথম সিনেমা হওয়ায় তিনি ভীষণ উচ্ছ্বসিত।

হৃদয় বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা। তাই কাজটি নিখুঁতভাবে করতে চেয়েছি। এজন্য শুটিংয়ের শুরু থেকেই সবকিছু গোপন রেখেছি। এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে, সবাই খুবই সন্তুষ্ট। ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে দর্শক বুঝতে পারবেন কতটা ভিন্ন কিছু আসছে।’

অ্যাকশনধর্মী সিনেমা ‘বরবাদ’ প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রডাকশন। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, মানব সচদেব এবং বাংলাদেশের মিশা সওদাগরসহ দুই বাংলার আরও অনেক নামী শিল্পী।

সিনেমাটির আইটেম গানে পারফর্ম করছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তার উপস্থিতি সিনেমাটিতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

‘বরবাদ’-এর কাজ শেষ হলে সিনেমাটি আগামী ২০২৫ সালের ঈদ উল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে। পরিচালক ও প্রযোজনা সংস্থা জানিয়েছে, এটি একটি হাই-ভোল্টেজ অ্যাকশনধর্মী সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়