শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০৫ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুষ্পা-২’ সিনেমা অনলাইনে ডাউনলোড করলেই পড়তে হবে বিপদে

বহু প্রতীক্ষার পর গত ৫ ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। এরপর থেকেই একের পর রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। বক্সঅফিস মাতানোর পাশাপাশি শুরু থেকেই ঘটছে সিনেমাটি ঘিরে একের পর এক বিপত্তি। এরই মধ্যে সিনেমাটির হলপ্রিন্ট কপি বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যাচ্ছে। অনেকে ডাউনলোডেরও চেষ্টা করছেন।

যারা এই ছবিটি ডাউনলোডের চেষ্টা করছেন তাদের জন্য অপেক্ষা করছে বিপদ! কারণ কোনো সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে।

তাছাড়া অনলাইন থেকে পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে এই সিনেমা ডাউনলোড করলে এর সঙ্গে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার।

প্রথমত, কোনো সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে। তাছাড়া পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার। পাইরেটেড ওয়েবসাইটগুলো প্রায়শই ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফ্টওয়্যার দিয়ে ভরা থাকে। যা আপনার ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্তর ভেঙে দিতে পারে।

কিছু সাইট বিনা মূল্যে সিনেমা ডাইনলোড করার অনুমতি দেয়। কিন্তু প্রদত্ত সাবস্ক্রিপশন বা পরিষেবার জন্য সাইন আপ করার জন্য ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করে। এর ফলে ক্রেডিট কার্ড জালিয়াতি, ফিশিং স্ক্যাম, ভুয়া অফার ইত্যাদি প্রতারণার ফাঁদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।

জানা গেছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে, পুষ্পা টু সিনেমা তামিলরকার্স, ফিল্মজিলা, মুভিরুলজ, ইবোমা এবং তামিলযোগী-সহ বিভিন্ন অবৈধ পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এই প্লাটফর্মগুলো ১০৮০পি, ৭২০পি, ৪৮০পি এবং এইচডির মতো একাধিক রেজোলিউশনে পাইরেটেড সংস্করণ সরবরাহ করছে। যা বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। কিন্তু এগুলো ডাউনলোড করলে একাধিক বিপদে পড়তে পারেন ডাউনলোডকারীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়