মনিরুল ইসলাম : প্রাণের উচ্ছাসে মেতে উঠেন সংগীতপ্রেমিরা। বিজয়ের আনন্দে মাতহারা হন তরুন- তরুনীসহ সকল শ্রেণির মানুষ। মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উন্মুক্ত কনসার্টে। রাত ১১ টা পর্যন্ত চলে কনসার্ট। ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ' সবার আগে বাংলাদেশ’
কনসার্ট।
সোমবার (১৬ ডিসেস্বর) দুপুর দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এ কনসার্ট শুরু হয়। কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন। সময় বাড়ার সাথে সাথে মানুষের পদভারে মুখরিত হয়ে উঠে মানিকমিয়া এভিনিউ। কনসার্টে অংশ নিতে রাজধানীবাসীর অনেকেই পরিবার-বন্ধুবান্ধব নিয়ে দলে দলে হাজির হন।
জীবন্ত কিংবদন্তী শিল্পী খুরশীদ আলমের কণ্ঠে ‘পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ, সুফলা সুফলা’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। এরপর গান করেন নাসির খান।
দুপুর ২টার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন তিনি। পরে ‘হাতে লাগে ব্যথারে, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এরপর গান করেন শিল্পী মৌসুমী। তার পরেই গান শোনান আলম আরা মিনু। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘সোনা দানা দামি গহনা’ গান গেয়ে তিনি মাইক্রোফোন তুলে দেন মনির খানে হাতে।
সেসময় ‘চিঠি’ ও ‘প্রেমের তাজমহল’ গান গেয়ে দর্শক মাতান মানির খান। এরপর ‘তোমায় দেখলে মনে হয়’ ও ‘সাগরিকা’ গান গেয়ে দর্শক মাতান কনকচাঁপা।
সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী বেলা আড়াইটায় মঞ্চে উঠেন। তারা গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।
এ কনসার্টের শুরুতে শিল্পী নাসির খান মঞ্চে আসেন। এরপর দুপুর সোয়া ২টার দিকে সংগীত পরিবেশন করেন প্রীতম হাসান। তিনি ‘খোকা’, ‘হাতে লাগে ব্যথারে’ও ‘উরাধুরা’ গানগুলো গেয়ে উপস্থিত শ্রোতা-দর্শকদের মাত করেন।প্রীতমের পর মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি দিয়ে তার পরিবেশানা শুরু করেন। তিনি তার জনপ্রিয় বেশ কয়েকটি গান একে একে পরিবেশন করেন।
আসিফ, বেবী নাজনীন, মনির খান, কণাসহ আরও অনেকে। অন্যদিকে নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিচ্ছে।
পরে বাউল গান দিয়ে মঞ্চ মাতান ইলিজা পুতুল, গোলাপি, আলিয়া বেগম ও চিশতি বাউল।
‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ কনসার্টের আয়োজন করেছে। গত ১০ ডিসেম্বর এটির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।
বিকেল পৌনে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট চলাকালে সাংবাদিকদের জন্য বানানো একটি মঞ্চ ভেঙে পড়ে। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জাহানারা পারভীন, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আরেফিন শাকিলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
জাহানারা পারভীন বিএনপির মিডিয়া সেলে জানান, আমার হাত কেটে গেছে। এছাড়া আমাদের ক্যামেরাপার্সন তপন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ভর্তি আছেন।
যমুনা টেলিভিশনের আরেফিন শাকিল জানান, বিএনপির কনসার্টে মঞ্চ ভেঙে পড়েছে, অনেক সাংবাদিক আহত, ক্যামেরা ভেঙে গেছে অনেকের।আমি কোমরে ও আমার ক্যামেরাপারসন পায়ে ব্যথা পেয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। দোয়া করবেন।
কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :