শিরোনাম
◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার ◈ আসাদের বিবৃতি, সিরিয়া ছেড়ে যেতে চাইনি ◈ বঙ্গভবনে গিয়ে মোবাইল ফোন হারালেন মির্জা আব্বাস ◈ প্রাণের উচ্ছাসে মেতে উঠেন সংগীতপ্রেমিরা ' সবার আগে বাংলাদেশ’ কনসার্টে, মঞ্চ ভেঙে আহত সাংবাদিকরা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

এবার ফিল্মি স্টাইলে ডাকাতি হলো চিত্রনায়ক ওমর সানীর বাসায়!

মাসুদ আলম : এ অভিনেতা বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের একটি বাড়িতে থাকেন। তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী বছরখানেকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আছেন। সঙ্গে আছেন তার মেয়ে ফাইজা। ছেলে ফারদিন এহসান স্বাধীন সস্ত্রীক থাকেন দুবাই। বসুন্ধরার এই বাসায় সানীর সঙ্গে তার এক সহকারী থাকেন।

চুরির ঘটনার ১৩ দিনের মাথায় এবার বাসায় ডাকাতি হয়েছে বলে জানালেন চিত্রনায়ক ওমর সানী। গতকাল রোববার দিবাগত রাত ১২টার সময় বাসায় ঢুকে ডাকাতির বিষয়টি টের পান বলে জানালেন ওমর সানী।

ডাকাতির বিষয়ে ওমর সানী বলেন, ‌‘প্রয়োজনীয় কাজে আমি বাসার বাইরে ছিলাম। রাত ১২টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না। ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। তারা বাইরে দিয়ে বারান্দায় গিয়ে দেখতে পায়, সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখি ভেতর থেকে ছিটকিনি আটকানো।’

বাসার অবস্থা সম্পর্কে এ তারকা আরও বলেন, ‘রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। এর মধ্যে দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্টও যেমন আছে, তেমনি একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকারও ছিল। 

তিনি বলেন, ‘আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে দুই কোটি টাকা প্রতারণা শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্যসব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে! বেডরুমে একটি দামি ল্যাপটপও ছিল, তা কিন্তু নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত, যারা এসেছিল, তাদের টার্গেটই ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া। আমি সত্যিই হতবাক এমন ঘটনায়। বারবার মনে হচ্ছিল, এমনটা তো শুধু ফিল্মে সম্ভব। আমি আমার বাড়িতে ফিল্মি স্টাইলে এমন ডাকাতির নজির দেখলাম! আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সবাইকে বিষয়টি জানিয়েছি। ভাটারা থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’

মৌসুমী ও ওমর সানী দম্পতির ছেলে ফারদিন এহসান বিট কয়েন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে দুই কোটি পাঁচ লাখ টাকার লেনদেন করে প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন বলে গত বছরের আগস্টে জানান। ছেলের প্রতারিত হওয়ার সেই ঘটনা ফেসবুকে শেয়ার করে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছিলেন ওমর সানী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়