শিরোনাম
◈ স্ত্রী আওয়ামী লীগ করায় মারধর, তালাক দিতে চাপ দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও: প্রধান উপদেষ্টা  ◈ নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি রিভা গ্রেফতার ◈ খালি পেটে মোটেও যে খাবারগুলো খাওয়া ঠিক নয় ◈ ৪ হাজার টনের বেশি তেল নিয়ে ঝড়ের কবলে পড়ে রুশ তেলবাহী জাহাজ দুই টুকরো! ◈ রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান  রাষ্ট্রপতির ◈ অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন ◈ বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন ◈ ঢাকায় এক ঘণ্টা কোথায় ছিলেন  বিক্রম মিশ্রি ? ◈ ৯২ জেলের ভারতের ‘শর্ত’ মেনে মুক্তির প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে কত ঘণ্টা ঘুমান? সাইফ আলী খানের প্রশ্নের জবাবে যা বললেন নরেন্দ্র মোদি

বলিউডের প্রয়াত খ্যাতিমান অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন করতে যাচ্ছে কাপুর পরিবার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কাপুর পরিবারের সদস্যরা। পরিবারটির ছোট জামাই হিসেবে সেই সাক্ষাতে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খানও। এ সময় দীর্ঘ আলাপ হয় দু’জনের। সবার খোঁজ-খবর নেন মোদি।

সাইফ আলি খান সেই সাক্ষাৎ শেষে দেশটির সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মোদিজি সংসদের কাজ শেষ করে দেখা করেন আমাদের সঙ্গে। এ কারণে প্রথমে ভেবেছিলাম হয়তো ক্লান্ত থাকবেন তিনি। কিন্তু তার মুখের উষ্ণ হাসি অটুট ছিল, আমাদের সবার প্রতি মনোযোগী ও মনোমুগ্ধকর ছিলেন তিনি (নরেন্দ্র মোদি)।

এ অভিনেতা বলেন, উনি (নরেন্দ্র মোদি) আমার মা শর্মিলা ঠাকুর ও বাবা প্রয়াত মনসুর আলি খান সম্পর্কেও আলাদা করে জানতে চেয়েছিলেন। একইসঙ্গে আমার ছেলেদের কথাও বলেছেন। তাদের জন্য একটি কাগজে অটোগ্রাফও দিয়েছেন তিনি।

সাইফ আলি খানের ভাষ্যমতে―তাকে আমি জিজ্ঞাসা করলাম কতটা বিশ্রাম নেন তিনি। জবাবে মোদিজি আমাকে বলেন, রাতে প্রায় তিন ঘণ্টা ঘুমান।

এছাড়াও এ বলিউড তারকা বলেন, দিনটি আমার জন্য বিশেষ ছিল। আমাদের দেখতে এবং পরিবারকে এত সম্মান করার জন্য তার কিছু মূল্যবান সময় বের করায় ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদিজিকে।

সাক্ষাতের সময় সাইফ আলি খান ছাড়াও আরও ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভারত সাহনি, ঋদ্ধিমা কাপুর সাহনি, মনোজ জৈন, রিমা জৈন ও আরমান। উৎস: হিন্দুস্তান টাইমস বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়