শিরোনাম
◈ চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা নদভী আটক ◈ ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা- গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র ◈ দেনমোহর সম্পর্কে যা জানা খুবই গুরুত্বপূর্ণ ◈ পনের বছরে সৌদিতে ১৩,৬৮৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা জিতেছে, অন্য ম্যাচে বিধ্বস্ত ব্রাজিল ◈ যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক ◈ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ ◈ বরিশালের কাছে হেরে গেলো তামিমের চট্টগ্রাম  ◈ বছর ঘুরলেই বাড়ে বাড়ি ভাড়া, অসহায় মানুষ ◈ রাষ্ট্র মেরামতে সরকারের কেমন সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে : তারেক রহমান 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন: চ্যানেল আইতে সালমান-শাবনূর জুটির চাওয়া থেকে পাওয়া

সালমান-শাবনূর

মনিরুল ইসলাম  : আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর পর মুক্তি পায় চাওয়া থেকে পাওয়া। তখন সালমান-শাবনূর জুটি তুমুল জনপ্রিয়। সালমান-শাবনূর জুটি অভিনীত চলচ্চিত্র মোট ১৪টি। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- তুমি আমার, বিক্ষোভ, রঙিন সুজন সখি, স্বপ্নের ঠিকানা, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, তোমাকে চাই। এই জুটি মানেই সুপার ডুপার হিট। এই জুটি মানেই জীবন্ত অবিনয়। 

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন ১৭ ডিসেম্বর। শাবনূরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের নিবেদন এম এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া।চলচ্চিত্রটি দেখবেন চ্যানেল আইতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টা ০৫ মিনিটে। 

সালমান শাহ ও শাবনূর জুটির অনবদ্য প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। 

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ। চাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী। ছবিটিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন। 

উল্লেখ্য ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়