শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন: চ্যানেল আইতে সালমান-শাবনূর জুটির চাওয়া থেকে পাওয়া

সালমান-শাবনূর

মনিরুল ইসলাম  : আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর পর মুক্তি পায় চাওয়া থেকে পাওয়া। তখন সালমান-শাবনূর জুটি তুমুল জনপ্রিয়। সালমান-শাবনূর জুটি অভিনীত চলচ্চিত্র মোট ১৪টি। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- তুমি আমার, বিক্ষোভ, রঙিন সুজন সখি, স্বপ্নের ঠিকানা, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, তোমাকে চাই। এই জুটি মানেই সুপার ডুপার হিট। এই জুটি মানেই জীবন্ত অবিনয়। 

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন ১৭ ডিসেম্বর। শাবনূরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের নিবেদন এম এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া।চলচ্চিত্রটি দেখবেন চ্যানেল আইতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টা ০৫ মিনিটে। 

সালমান শাহ ও শাবনূর জুটির অনবদ্য প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। 

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ। চাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী। ছবিটিতে আটটি গান রয়েছে, গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন। 

উল্লেখ্য ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়