কে-পপ দুনিয়ায় ‘ব্যাঙ্গটান বয়েজ’ কে চেনেন না, এমন মানুষ খুব কম আছে। ‘বিটিএস’-এর গানে গোটা দুনিয়া মত্ত এখন। গত দশ বছর ধরে গ্লোবাল তারকা হয়ে উঠেছে ‘বিটিএস’-এর সদস্যরা।
কিন্তু এক বছর ধরে বিটিএস ভক্তদের মন খারাপ। তাদের প্রিয় বিটিএস আর্মি এখন সংগীত ছেড়ে সামরিক বিষয় নিয়ে ব্যস্ত। আজ থেকে ঠিক এক বছর আগে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দেয় বিটিএসের সদস্যরা।
দক্ষিণ কোরিয়ার প্রতিটি যুবকের জন্য ১৮ মাসের জন্য সেনাবাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক। ২০২৩-এর ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দেন বিটিএস সদস্যরা।
আরও ৬ মাস তাদের প্রশিক্ষণ চলবে। ২০২৫ সালের জুন মাসেই আবার রিইউনিয়িন হবে 'ব্যাঙ্গটান' বয়েজের। বিটিএস-এর সদস্যদের ফেরার আশায় দিন গুনছে ভক্তরা।
আপনার মতামত লিখুন :