শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৮ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উনি হাতটা আমার স্কার্টের মধ্যে দিয়ে জাস্ট ভেতরে ঢুকিয়ে দিলেন : বাঙালি গায়িকা লগ্নজিতা

বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক রাজেশ রোশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বাঙালি গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তার অভিযোগ বলিউডের গুণী পরিচালক রাকেশ রোশনের ভাই ও অভিনেতা হৃতিক রোশনের চাচা রাজেশ অতর্কিতভাবে তার স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন।

সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামক এক পডকাস্ট চ্যানেলে মুম্বাইয়ের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন লগ্নজিতা চক্রবর্তী।

পডকাস্টে তিনি বলেন, ‘এমন একটা নাম বলছি, যাকে সবাই চেনেন, কিন্তু তাতে কারও কিছু  আসে যায় না। তিনি স্বয়ং হৃতিক রোশনের চাচা রাজেশ রোশন। উনি একজন সংগীত পরিচালক আমি যখন মুম্বাইতে থাকতাম, আমাকে তিনি সান্তাক্রুজে ডেকেছিলেন, তার বাড়িতেই। ‘

লগ্নজিতা বলেন, ‘বড়লোকের বাড়ি যেমন হয়, সাজানো-গোছানো। একটু আগেরদিনের মতো, ঝাড়-লণ্ঠন রয়েছে। এরপর একটা রুমে নিয়ে গেলেন। মিউজিক রুম। আমিও বসে আছি, উনিও বসে আছেন। পিয়ানো এবং অন্যান্য সব বাদ্যযন্ত্র রয়েছে। আমাকে বললেন, ‘‘তোমার গান শোনাও। ’’ ততদিনে আমি অনেকগুলো বিজ্ঞাপনের জিঙ্গল গেয়ে ফেলেছি। আমি ইউটিউবে আমার গান সার্চ করছিলাম।’

‘প্রেমে পড়া বারণ’খ্যাত গায়িকা বলেন, ‘আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম। আমার পরিষ্কার মনে আছে, উনি আস্তে আস্তে আমার দিকে আসছিলেন। আমিও দেখতে পাচ্ছি উনি আসছেন। আমি ভাবছি, আসুন… দেখি কতটা আসেন, আর কতটা কী করেন! কিন্তু কিছু বুঝে ওঠার আগেই.. ক্যামেরায় কথাটা বলতে আমার খারাপই লাগছে… উনি হাতটা আমার স্কার্টের মধ্যে দিয়ে জাস্ট ভেতরে ঢুকিয়ে দিলেন।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়