শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খানকে নিয়ে ‘অস্বস্তিতে’ পাকিস্তানি অভিনেত্রী মাহিরা

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ২০১৭ সালে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ৩০০ কোটি রুপির বেশি।

অ্যাকশন-ক্রাইম-থ্রিলার ঘরানার ‘রইস’ সিনেমায় অভিনয়ের সুবাদে খ্যাতি কুড়ান মাহিরা খান। শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও দারুণ। বহুবার শাহরুখের সুখ্যাতি তার মুখে শোনা গেছে। কিন্তু সেই শাহরুখকে নিয়েই ‘অস্বস্তিতে’ পড়েছেন উর্দুভাষীর এই নায়িকা।

কয়েক দিন আগে ‘আলামি উর্দু কনফারেন্সে’ যোগ দেন মাহিরা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াসীম বাড়ামি ও তাবিশ হাশমি। সঞ্চালকের প্রশ্নের জবাবে সেখানে ‘বলিউড বাদশা’র বিষয়ে নিজের অস্বস্তির কথা জানান মাহিরা খান।

শাহরুখ প্রসঙ্গে অস্বস্তি কেন হয়, তার কারণ ব্যাখ্যা করে মাহিরা খান বলেন, “যখন কেউ তাকে (শাহরুখ) নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আর তখনই মানুষ বলতে থাকেন ‘সে (মাহিরা) তার সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে পড়েছে।’ এ কারণেই আমি বলি, তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না। এরপর তারা বলেন, ‘তার (শাহরুখ) সম্পর্কে সে কথা বলতে চায়।’ অথচ আমি নিজে থেকে কথা বলা শুরু করি না।”

পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়