শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৫ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলাসবহুল জীবন রেখার, কোথায় থেকে পান এত টাকা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার উজ্জ্বল ত্বক, রঙিন পোশাক আর গহনাসহ প্রসাধনী— সবই চোখ ধাঁধিয়ে দেয়। এই বয়সে খুব বেশি অভিনয় করেন না তিনি। তাহলে এত আভিজাত্য 'কোথায় থেকে আসে অভিনেত্রীর?

সত্তরেও লাস্যময়ী অভিনেত্রী রেখা। সম্প্রতি এক কথোপকথন অনুষ্ঠানে এসে রেখা নিজেই বলেছেন, তিনি প্রত্যাশা করেন সবাই তাকে দেখে বলবেন— কত বদলে গেছ। আগের থেকেও অল্প বয়সি মনে হচ্ছে তোমাকে। এমন কথা অভিনেত্রী সরাসরি বলেছেন কপিল শর্মাকে।

এ প্রত্যাশা একেবারেই অমূলক নয়। সত্যিই তার ত্বকের জেল্লা, হাসির ঝিলিক আর মরাল গমন এখনো ইর্ষান্বিত করতে পারে বলিউডের হালের অভিনেত্রীদের। 

গত সেপ্টেম্বর মাসেই এক পুরস্কার বিতরণী মঞ্চে একটানা ২০ মিনিট নৃত্য প্রদর্শন করে তাক লাগিয়ে দেন ‘উমরাও জান’খ্যাত অভিনেত্রী। প্রমাণ করে দিয়েছেন তিনি, বয়স শুধুই একটি সংখ্যা মাত্র।

শুধু দামি দামি কাঞ্জিভরম শাড়ি বা গহনাই নয়, রেখার সম্পত্তির মধ্যে রয়েছে নানা ধরনের বিলাসবহুল দামি গাড়ি। যার কোনোটির দাম দেড় কোটি তো কোনোটির দাম ৬ কোটি, আবার কোনোটির ১০ কোটির কাছাকাছি।

একটা সময় রেখা ছিলেন বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। সে যুগেই তিনি একটি ছবির জন্য ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখনো কোনো বিপণিবিতান সংস্থার জন্য কাজ করতে হলে রেখাকে দিতে হয় ৬ কোটি টাকা। ২০১২ সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন। ফলে সেই সময় সরকারি ভাতাও পেতেন অভিনেত্রী।

এ মুহূর্তে রেখা থাকেন মুম্বাইয়ের বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকার একটি বিলাসবহুল বাংলোয়। যার দাম হতে পারে ১০০ কোটির কাছাকাছি। জানা গেছে, এ মুহূর্তে বিভিন্ন সংস্থার প্রচারের জন্য তিনি বার্ষিক প্রায় ৬৫ লাখ টাকা উপার্জন করে থাকেন। স্থাবর-অস্থাবর মিলিয়ে ২০২৪ সালে রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩২ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়