মনিরুল ইসলাম: প্রখ্যাত চলচ্চিত্রকার, কাহিনিকার, চলচ্চিত্র পরিচালক- খান আ্তাউর রহমানের জন্মদিন উপলক্ষে কাল ১০ ডিসেম্বর, মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে খান আতাউর রহমান পরিচালিত চলচ্চিত্র সুজন সখী।
১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র এটি। প্রমোদ কর ছদ্মনামে ছায়াছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান। এই চলচ্চিত্রটির কাহিনী ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক খান আতা নিজেই। পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া ও তাদের মিলনের গল্প তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। এতে নাম চরিত্রে অভিনয় করেছেন ফারুক ও কবরী সারোয়ার। এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন খান আতাউর রহমান, ইনাম আহমেদ, রওশন জামিল, সুমিতা দেবী। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে।
উল্লেখ্য, খান আতাউর রহমান ১১ ডিসেম্বর ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন ১ ডিসেম্বর ১৯৯৭ সালে।
আপনার মতামত লিখুন :