শিরোনাম
◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ◈ আসিফ-নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি ◈ ঢাকার সড়কে চালু হচ্ছে গোলাপি রংয়ের ২,৬১০টি বাস ◈ চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান, খাবার অনেক সময় গন্ধ হয়ে যায়: যেমন কাটছে সাবেক মন্ত্রী-এমপিদের কারাজীবন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাধ্যার নতুন খেলার সঙ্গী আসছে কিনা— প্রশ্নে যা বললেন অভিষেক বচ্চন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের সমালোচনা এখন তুঙ্গে। এ নিয়ে তাদের মধ্যে থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, এ বিচ্ছেদের পথের কাঁটা হচ্ছেন— অভিনেত্রী নিমরত কৌর, যা অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। 

এদিকে আরাধ্যার নতুন খেলার সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও কথা হচ্ছে। সেই কথা শুনেই লাজুক হাসলেন জুনিয়র বচ্চন।

এসব তথ্য দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের কন্যা আরাধ্যা বচ্চন। মেয়ে এখন পুরোপুরি কিশোরী। এবার কী তা হলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে? এমন প্রশ্ন করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়'- এ। 

প্রায় এক বছর ধরে তাদের বিবাহবিচ্ছেদে জল্পনা চলছে। তাতে উসকানি পড়ছে নানা ঘটনায়। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে নিজের নাম থেকে বচ্চন পদবি সরিয়ে ফেলেন ঐশ্বরিয়া। ফিরে যান তার বিয়ের আগের পদবিতে। অথচ একসময় এই বচ্চন পদবি তিনি গর্বের সঙ্গে উচ্চারণ করতেন।

তবে এসবের মাঝে মুম্বাইয়ের এক খ্যাতনামা রেডিওলোজিস্টের বাড়ির অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত ধরে হাজির হতেই সব গুঞ্জন নস্যাৎ করেন সাবেক বিশ্বসুন্দরী। কিন্তু রিতেশ বছরখানেক আগেই তার অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরেজিতে ‘এ’ দিয়ে শুরু; শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তাতেই অভিষেক বলেন,  এটাই যেন প্রথা হয়ে গেছে।

 অভিষেককে রিতেশ প্রশ্ন করেন, জয়া আন্টি কোন দোষ করেছিলেন? অভিনেতা বলেন, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি!

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়