শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীর কাপুরের সেলফিতে হাস্যোজ্জ্বল মেহজাবীন

বেশ কিছুদিন আগেই ভক্তদের কল্যাণে পৃথিবীসেরা তারকাদের কাতারে উঠে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নেন। সে তালিকায় ছিলেন টাইলার পেরি, ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো তারকারা। 

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেহজাবীন চৌধুরীকে দেখা গেল সেই তারকাদের একাংশের সঙ্গে। অর্থাৎ তাকে এক ফ্রেমে বন্দি হতে দেখা গেছে বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, সেখানে ফ্রেমবন্দি হন রণবীর কাপুরের সঙ্গে। তা দেখে মেহজাবীনের ভক্তদের যেন আনন্দের শেষ নেই; অনেকে রীতিমতো চমকেও যান।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এখানে এসে অনেক পছন্দের শিল্পীদের সঙ্গেই দেখা হলো। উইল স্মিথ, এমিলি ব্লাণ্ট এবং অবশেষে আজ দেখা হলো রণবীর কাপুরের সঙ্গে। খুব খুব ভালো লেগেছে।’

কি কথা হয়েছে তার সঙ্গে, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘তেমন বিশেষ কিছু না। জাস্ট হাই-হ্যালো। আমি আমার পরিচয় জানালাম, আমার সিনেমাটি সম্পর্কে বললাম। এবং সবশেষে একটি ছবি তুললাম। এতটুকুই।’

হলিউড-বলিউড তারকাদের সঙ্গে বাংলাদেশি এই অভিনেত্রীর মিলনমেলা ঘটেছে সৌদি আরবের জেদ্দায়। শহরটির কালচার স্কয়ারে শুরু হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে তাদের প্রত্যেকেই সিনেমা নিয়ে হাজির হয়েছেন। আর তার ফাঁকেই এই দেখা ও সেলফি! 

সেই উৎসবটিতে প্রদশর্নীর জন্য জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘সাবা’। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তা-ই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।

মাকসুদ হোসেন পরিচালিত সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এতে আরও রয়েছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। সিনেমাটি ইতিমধ্যেই টরন্টো, বুসানের উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। শিগগিরই মুক্তি পাবে দেশে। উৎস: দেশ রুপান্তর। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়