শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৩ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খান সুখী দাম্পত্যের যে মন্ত্র শেখালেন 

ব্যক্তিগত জীবনেও তিনি আদ্যোপান্ত প্রেমিক পুরুষ। বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু বাস্তবে তার জীবনের নায়িকার বদল হয়নি। বছরের পর বছর কেটে গেলেও প্রেমের রাজা শাহরুখ খানই। কীভাবে সম্পর্কে প্রেম অটুট রাখতে হয়? সম্প্রতি জানালেন অভিনেতা।

কিছু দিন আগেই দিল্লির এক বিলাসবহুল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি। শাহরুখ বলেন, “নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে, দাম্পত্যে কোনও সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা করো না। আমি আছি তো! আমিই তো ‘লাভ গুরু’। আমি নিশ্চিত ভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব।” এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি।

শাহরুখের সঙ্গে প্রেম নিয়ে একাধিক বার মুখ খুলেছেন গৌরী খানও। শাহরুখকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে জানিয়েছিলেন তিনি। গৌরী বলেছিলেন, “আমি শাহরুখকে এবং ওর সহ-অভিনেতাদের বিশ্বাস করি। খুবই ভাল সম্পর্ক প্রত্যেকের। লন্ডনে টানা দশটা দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেট্টির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।” গৌরী এ-ও বলেছিলেন, শাহরুখকে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়