শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে ছাড়াই সন্তানের পিতা, প্রথম সারির অভিনেতার সমালোচনায় মুখর দ. কোরিয়া

বিয়ে করেননি এমন একজন নারীর গর্ভে সন্তানের জন্ম দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রথম শ্রেণির অভিনেতা ৫১ বছর বয়সী জাং উ-সাং এমন স্বীকারোক্তি দেয়ার পর দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেলিব্রেটিদের আচরণ এবং প্রথার বাইরে গিয়ে পারিবারিক কাঠামো দাঁড় করানো নিয়ে সারাদেশে তোলপাড় চলছে।

দেশটির চলচ্চিত্র শিল্পের এই তারকা রোববার তার এজেন্সির মাধ্যমে নিশ্চিত করেছেন যে, ৩৫ বছর বয়সী মডেল মুন গা-বি’র নবজাতক সন্তানের পিতা তিনি। পিতা হিসেবে তিনি দায়িত্ব পুরোপুরি পালন করার অঙ্গীকার করেছেন। দক্ষিণ কোরিয়া এখনও অনেকটা রক্ষণশীল। সেখানে তিনি মুন’কে বিয়ে করবেন কিনা এ পরিকল্পনার বিষয়ে তিনি নীরব। সেখানে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেয়াকে স্বাভাবিকভাবে নেয়া হয় না।

এ নিয়েও তীব্র বিতর্ক চলছে। কিন্তু জাং উ-সাং এর পক্ষে কথা বলছেন কিছু প্রগতিশীল মানুষ। তারা দক্ষিণ কোরিয়ায় পরিবারে বৈচিত্রের দিকে অগ্রগতির পক্ষে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, শুক্রবার ইনস্টাগ্রামে সন্তান জন্ম দেয়ার ঘোষণা দিয়েছেন মডেল মুন। তবে তার গর্ভে যে সন্তান জন্ম নিয়েছে তার পিতার নাম উল্লেখ করেননি তিনি।

বলেছেন, অপ্রত্যাশিতভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। আকস্মিক এই খবরের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না। এর দু’দিন পর জাং উ-সানের এজেন্সি আর্টিস্ট কোম্পানি একটি বিবৃতি দেয়। তারা নিশ্চিত করে মুনের গর্ভে যে সন্তান জন্ম হওয়ার কথা প্রকাশ হয়েছে সামাজিক মিডিয়ায়, তা জাং উ-সাং এর ছেলে।

এতে আরও জানানো হয়, জাং এবং মুন দু’জনে এই ছেলেকে কিভাবে উত্তমরূপে বড় করা যায় তা নিয়ে আলোচনা করছেন। এ খবর দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ার পর ট্যাবলয়েড পত্রিকাগুলোতে মতামতে সয়লাব হয়ে যাচ্ছে। অনলাইনে চলছে বিতর্ক। জাতীয় পর্যায়ের রাজনীতিবিদদের কাছ থেকেও আসছে মন্তব্য। অনলাইনে যেসব মন্তব্য আসছে তার বেশির ভাগই জাং উ-সাং’কে সমালোচনামুলক। কারণ, তার চলচ্চিত্রের উচ্চ মাত্রার ক্যারিয়ার তাকে দক্ষিণ কোরিয়ার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু মন্তব্যে বলা হচ্ছে, একটি চমৎকার, পরিষ্কার নিজের ভাবমূর্তিকে এই তারকা শেষ করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়