শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না: চিত্রনায়ক নিরবের স্ত্রী

দাম্পত্য জীবনের প্রায় এক দশক হতে চলেছে চিত্রনায়ক নিরব ও তাসফিয়া তাহের চৌধুরীর (ঋদ্ধি)। দশ মাসের প্রেম তারপর বিয়ে। নিরব-ঋদ্ধির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। বেশ ভালোই চলছিল তাদের সংসার।

হঠাৎ করেই যেন সেই সংসারে অশান্তির বার্তা হয়ে আসে একটি মেসেজ। নিরবের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ এনে বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী ঋদ্ধি।

প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’

দ্বিতীয় দীর্ঘ পোস্টে ঋদ্ধি লেখেন, ‘নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না! তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে একদিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য, এডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।’

এদিকে নিজের ভুল বুঝতে পারেন ঋদ্ধি। সে কথা জানিয়ে আবারও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। আজ বুধবার দুপুরে এক পোস্টে তিনি লিখেন, ‘গতকাল রাতে আমার প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমাপ্রার্থী। তিনি স্পষ্টতই আমার সাথে প্রতারণা করেননি। তার প্রাক্তন একজন তাকে মেসেজ করেছিল, এটি একতরফা যোগাযোগ ছিল। এই যোগাযোগের জন্য তিনি (নিরব) কোনোভাবেই দায়ী ছিলেন না। তাই বিবাহ বহির্ভূত সম্পর্কের কোন প্রশ্নই আসে না এখানে।’ 

এরপর তিনি আরও লিখেন, ‘আমি তৎক্ষণাৎ রাগের বশর্বর্তী হয়ে স্ট্যাটাসটি পোস্ট করেছিলাম। আমার বিনীত অনুরোধ দয়া করে উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে কোন সংবাদ প্রকাশ করবেন না।’

এদিকে জানা যায়, বর্তমানে দুই মাসের সফরে বিদেশ গিয়েছেন চিত্রনায়ক নিরব। সেখানে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়