শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০১:২৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র আর টিভির ৫ নায়িকাকে নিয়ে 'দরদ' দেখলেন শাকিব খান, 'দরদ'  একটি দরদী গল্পের ছবি

মনিরুল ইসলাম  : চলচ্চিত্র আর টিভির ৫ নায়িকাকে নিয়ে 'দরদ' দেখলেন ঢাকাই চলচ্চিত্রের মেগাষ্টার  শাকিব খান। তারা হলেন, চলচ্চিত্রের পূজা চেরি, দীঘি  ও টিভির  চমক, স্পর্শিয়া, সৌমি। 

শুত্রুবার মহাখালীস্থ এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে 'দরদ' সিনেমার প্রিমিয়ার শোটি  শিল্পী- সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়।

শো শেষে শাকিব খান পূজা চেরি ও দীঘিসহ অন্য নায়িকাদের পাশে রেখে কথা বলেন। বলেন, 'দরদ' একটি দরদী গল্পের ছবি। চমৎকার ছবি। আমি যখন এই ছবির গল্পটি পরিচালক অনন্য মামুনের মুখ থেকে প্রথম শুনি তখন আমি  ছবিটিতে অভিনয় করার লোভ সামলাতে পারিনি। যুক্ত হয়ে পড়ি এই প্রজেক্টে।

শাকিব খান উপস্থিত বিনোদন সাংবাদিক ও ইউটিউবারদের প্রশ্ন করেন আপনারা ছবিটি দেখেছেন তো। কেমন লাগলো। উপস্থিত অধিকাংশ সমস্বরে চিৎকার দিয়ে বলে উঠেন ' ভালো লেগেছে'। শাকিব খানও বলেন আমারও  ভালো লেগেছে।

তিনি বলেন, সিনেমার গল্পটি যতো এগুতে থাকে আমার বিশ্বাস  শেষের দিকে মনের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে। কি বলেন। চোখের পানি রাখা সম্ভব হয়নি দর্শকদের আমার মনে হয়।

শাকিব খান দেশে- বিদেশে যারা 'দরদ' সিনেমা হলে গিয়ে দেখেছেন সকলকে ধন্যবাদ জানান। বলেন, বাংলা ছবিকে এগিয়ে নিতে দর্শকদের অবদান সবচেয়ে বেশী।

গত ১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত 'দরদ'। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। 

রোমান্টিক- সাইকো থ্রিলার গল্পের সিনেমা ' দরদ'। সিনেমাটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়