শিরোনাম
◈ দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে দিবস ভিত্তিক কর্মসূচির চিন্তা আওয়ামী লীগের ◈ পাকিস্তান বিভক্তি আমরা যেমন চাইনি, শেখ মুজিব ও চাননি: জামায়াতের আমির (ভিডিও) ◈ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের মর্যাদা নিয়ে যা বললেন ◈ জানা গেল কি এসেছিল পাকিস্তান থেকে আসা সেই জাহাজে  ◈ অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান (ভিডিও) ◈ অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর রাষ্ট্র’ নিয়ে বিতর্কসভা ◈ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি ◈ ‘তিন শূন্যের’ ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ "বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশের ২০২৪ এর বন্যা মোকাবিলা করেছে তরুণ সমাজ" ◈ মাকে হত্যায় ছেলের সম্পৃক্ততা নিয়ে দুই বক্তব্য, যা জানাল র‍্যাব (ভিডিও)

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারকদের ফাঁদে বলিউড অভিনেত্রী দিশার বাবা, লোভে খোয়ালেন ২৫ লাখ টাকা

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা প্রতারকদের কবলে পড়েছিলেন। নিজেই একজন সাবেক পুলিশকর্মী হওয়ার পরও খোয়ালেন ২৫ লাখ টাকা। এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। করেছেন এফআইআর।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি সম্প্রতি প্রতারকদের কবলে পড়েছিলেন। নিজেই একজন সাবেক পুলিশকর্মী হওয়ার পরও ২৫ লাখ টাকা খুইয়েছেন। এ বিষয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। ইতোমধ্যে এ ঘটনায় বরেলি কোতোয়ালি থানায় এফআইআর করেছেন জগদীশ সিং পাটানি। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পিটিআইকে জানানো হয়েছে। পাঁচজনের এই প্রতারক দল তাকে আশ্বাস দিয়েছিল যে, টাকার বিনিময়ে তাকে সরকারের কমিশনে উঁচুপদ পাইয়ে দেবেন। 

দিশার বাবা পুলিশের সাবেক ডেপুটি সুপারইন্টেনডেন্ট ছিলেন। এফআইআর পাওয়ার পর এ বিষয়ে ওই থানার ইনচার্জ ডিকে শর্মা জানিয়েছেন— শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ , প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে কেস করা হয়েছে। ঠকানো ও চাপ দিয়ে টাকা নেওয়ার জন্য এই কেস করেছেন জগদীশ সিং পাটানি।

পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। অভিযুক্তদের তারা দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। জগদীশ সিং পাটানি জানিয়েছেন, শিবেন্দ্র প্রতাপ সিংকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন। সেই ব্যক্তিই অন্যদের সঙ্গে তার আলাপ করান এবং জানান, তাদের দারুণ রাজনৈতিক দাপট ও পরিচিতি আছে। আর সেটিকে কাজে লাগিয়েই তারা জগদীশকে সরকারি কমিশনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ও রকম কোনো উঁচু পদ পাইয়ে দেবেন। তবে অবশ্যই সেটি টাকার বিনিময়ে।

আরও জানা গেছে, তারা ৫ লাখ টাকা ক্যাশ এবং ২০ লাখ টাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টে খেপে খেপে নিয়েছেন। অর্থাৎ মোট ২৫ লাখ টাকা। টাকা দেওয়ার তিন মাস পরও যখন তিনি চাকরি পাননি, তখন অভিযুক্তরা জানিয়েছিলেন যে, তারা টাকা ফেরত দিয়ে দেবেন, তাও সুদসমেত। কিন্তু সেটি করেননি তারা, উল্টে হুমকি দিতে থাকে এবং অসভ্য আচরণ করতে থাকেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন দিশা পাটানির বাবা সাবেক পুলিশ কর্মকর্তা জগদীশ সিং পাটানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়