শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৮:৩৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের ছবি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে। ছবিতে পাত্রী হিসেবে যাকে দেখা গেছে, তিনিও এক কনটেন্ট ক্রিয়েটর। তবে তরুণ এই কনটেন্ট ক্রিয়েটরের বিয়ের চেয়ে উৎসুক প্রশ্ন তৈরি হয়েছে, বান্ধবী দীঘির আগেই বিয়ে করে ফেললেন আফ্রিদি! মঙ্গলবার রাতেই ছড়িয়ে পড়ে ছবিগুলো। 

যেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি নাসির উদ্দিন সাথী।

এই ঘটনার পর থেকেই একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি। গত দুই মাসেও কোনো সাড়া শব্দ শোনা যায়নি তার।

তবে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে আফ্রিদির সঙ্গে এক তরুণীর কিছু বিয়ের ছবি। দাবি করা হচ্ছে, সেই তরুণীর নাম রাইসা। যিনি টিকটকে বেশ পরিচিত। তাকেই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই ইউটিউবর। 

বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকেই তৌহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু ফোনকল বা মেসেজের কোনো রিপ্লাই দেননি তিনি। বিয়ে করেছেন কি না— সে বিষয়েও কোনো উত্তর দেননি। 

ছবিগুলো সম্পর্কে আফ্রিদির ঘনিষ্ঠমহলের কয়েকজন জানিয়েছেন, ‘এই ছবিগুলো আফ্রিদির বড় বোনের বিয়ের সময়ে তোলা হতে পারে। সেগুলোই হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হয়েছে।’

তবে ভিন্ন তথ্যও দিয়েছেন কয়েকজন। তাদের দাবি, ‘আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে, এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন আফ্রিদি। বিয়ে করলেও পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে। যেখানে আত্মীয়স্বজন বাদে কাউকে রাখা হয়নি।’

তারা আরও বলছেন, আফ্রিদি বিয়ে করেছেন এটা সত্যি। পুরো বিষয়টি তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তারা চাচ্ছেন না, এটা নিয়ে নতুন কোনো আলোচনার সৃষ্টি হোক।

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লাখের বেশি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই ইউটিউবারের নীরব থাকা নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা। এরপর থেকেই নিজেকে আড়ালে নিয়ে যান আফ্রিদি। এরই মধ্যে শোনা গেল তার বিয়ের খবর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়