শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হুমায়ূন আহমেদ জন্ম নেন কালেভদ্রে, কাল ৭৬ তম জন্মদিন

মনিরুল ইসলাম  :  কাল ১৩ নভেম্বর, বুধবার  কিংবদন্তী কথাশিল্পী  ও চলচ্চিত্র  নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬ তম  জন্মদিন। প্রয়াত এই গুণী ব্যক্তিত্বের স্মরণে নানা আয়োজনে পালিত হবে  তাঁর জন্মদিনটি। চ্যানেল আইতে তাঁর চলচ্চিত্র প্রচারিত হবে। ছবিগুলো হচ্ছে, নয় নম্বর বিপদ সংকেত। এবং আমার আছে জল। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক।

পশ্চিম বাংলার সফল লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন হুমায়ূন আহমেদ তুল্য গদ্যকার সাহিত্যে বিরল। তিন শতাধিক গ্রন্থের রচয়িতা তিনি।

মিশির আলী। হিমু চরিত্র সৃষ্টি করেছেন। হুমায়ূন আহমেদ জন্ম নেন কালেভদ্রে। যার বইমেলায় বিক্রি হয় লক্ষ লক্ষ কপি। তাঁর সব গ্রন্থের পাঠক সারা পৃথিবীর মানুষ। বাংলা লেখায় হুমায়ূন আহমেদ তুল্য কেউই নেই।

আধুনিক বৈজ্ঞানিক কল্পকাহিনীর রচয়িতা।তিনি আমেরিকায় প্রয়াত হন তেষট্টি বছর বয়সে। ২০১২ সালের উনিশ জুলাই  ক্যান্সার আক্রান্ত হয়ে। তাঁর জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। 

এদিকে, বরেণ্য লেখক হুমায়ূন আহমেদ এর  জন্মদিনে নিজ জেলা নেত্রকোনায় হিমু উৎসবের আয়োজন করেছে তরুণ পাঠক ভক্তরা। প্রতিবারের ন্যায় এবারো দিবসটিতে তরুণরা হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক, সাংস্কৃতিকদের সাথে নিয়ে আনন্দ হিমু উৎসবে শোভাযাত্রা বের করবে। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা।  

এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি জেলার মোহনগঞ্জের শেখ বাড়িতে ও লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়