শিরোনাম
◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম ◈ উদ্বোধনের অপেক্ষায় ৫২ জেলায় পানির গুণগতমান পরীক্ষাগার, মিলবে বিশুদ্ধ পানি ◈ যে কারণে পুরুষের চার বিয়ে করার কথা বললেন এই অভিনেত্রী হীরা সুমরো ◈ এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হুমায়ূন আহমেদ জন্ম নেন কালেভদ্রে, কাল ৭৬ তম জন্মদিন

মনিরুল ইসলাম  :  কাল ১৩ নভেম্বর, বুধবার  কিংবদন্তী কথাশিল্পী  ও চলচ্চিত্র  নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬ তম  জন্মদিন। প্রয়াত এই গুণী ব্যক্তিত্বের স্মরণে নানা আয়োজনে পালিত হবে  তাঁর জন্মদিনটি। চ্যানেল আইতে তাঁর চলচ্চিত্র প্রচারিত হবে। ছবিগুলো হচ্ছে, নয় নম্বর বিপদ সংকেত। এবং আমার আছে জল। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক।

পশ্চিম বাংলার সফল লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন হুমায়ূন আহমেদ তুল্য গদ্যকার সাহিত্যে বিরল। তিন শতাধিক গ্রন্থের রচয়িতা তিনি।

মিশির আলী। হিমু চরিত্র সৃষ্টি করেছেন। হুমায়ূন আহমেদ জন্ম নেন কালেভদ্রে। যার বইমেলায় বিক্রি হয় লক্ষ লক্ষ কপি। তাঁর সব গ্রন্থের পাঠক সারা পৃথিবীর মানুষ। বাংলা লেখায় হুমায়ূন আহমেদ তুল্য কেউই নেই।

আধুনিক বৈজ্ঞানিক কল্পকাহিনীর রচয়িতা।তিনি আমেরিকায় প্রয়াত হন তেষট্টি বছর বয়সে। ২০১২ সালের উনিশ জুলাই  ক্যান্সার আক্রান্ত হয়ে। তাঁর জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। 

এদিকে, বরেণ্য লেখক হুমায়ূন আহমেদ এর  জন্মদিনে নিজ জেলা নেত্রকোনায় হিমু উৎসবের আয়োজন করেছে তরুণ পাঠক ভক্তরা। প্রতিবারের ন্যায় এবারো দিবসটিতে তরুণরা হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক, সাংস্কৃতিকদের সাথে নিয়ে আনন্দ হিমু উৎসবে শোভাযাত্রা বের করবে। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা।  

এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি জেলার মোহনগঞ্জের শেখ বাড়িতে ও লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়