শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যতবারই কলকাতা আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না : শাকিব খান

মনিরুল ইসলাম  : কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা।এতসব তারকাদের ভীড়ে মধ্যমনি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান।

পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শ্বাশ্বত, জিতু, অর্ণিবান, ঋত্বিক,ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা, পায়েলদের মতো প্রথমসারির তারকা। আরও ছিলেন সৃজিত মুখার্জী, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জীর মতো প্রথমসারীর নির্মাতারা। 

এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্মোধন করে ডেকে নেন।

তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে ‘দরদ’ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একইরকম অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।

এদিকে,  ১৮টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। পরে জানা যাবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর।

প্রযোজক এসকে মুভিজ  প্রসঙ্গে শাকিব খান বলেন, এসকে মুভিজ এর সাথে আমার পথচলা অনেক বছর আগে থেকেই। চমৎকার একটা সম্পর্ক আছে। একটা ফ্যামিলি বন্ডিং আছে। ধানুকা আঙ্কেল (অশোক ধানুকা), হিমাংশু যখন বললো, চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছি। তোমাকে আসতেই হবে। আমি না করতে পারলাম না।

তিনি বলেন,আমার আপকামিং মুভি বরবাদ। মুম্বাইতে যার কাজ চলছে। সেখান থেকে আমার কলকাতায় আসা। শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। চমৎকার আয়োজন, খুবই ভালো লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়