শিরোনাম
◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও)

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০২:১৯ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান-শাহরুখের পর এবার অভিনেতা মিঠুনকে প্রাণনাশের হুমকি

বলিউড অভিনেতাদের প্রাণনাশের হুমকি আসছে ক্রমাগত। গত দু’মাসে একের পর এক হুমকি পেয়েছেন সালমান খান। গত সপ্তাহে শাহরুখ খানকেও হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, এ সব হুমকি দিচ্ছে কুখ্যাত অপরাধী লরেন্স বিশ্নোই। এ বার প্রাণনাশের হুমকি দেওয়া হল প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। 

অভিযোগ, পাকিস্তান থেকে শাহাজ়াদা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে  ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে অভিনেতাকে। তারকাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 
দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আঘাত লেগেছে। তারই বদলা নিতে এই প্রাণনাশের হুমকি। ভিডিয়ো বার্তায় অভিনেতাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে। না হলে তাঁর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৭ অক্টোবর সল্টলেকের ইজেডসিসিতে সেই কর্মসূচি সংক্রান্ত এক অনুষ্ঠানে ছিলেন অভিনেতা। লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেন। বিজেপির সভায় হুমায়ুনের সেই বক্তব্য টেনেই মিঠুন বলেন, ‘‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে।

আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!’’

ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেছিলেন, ‘‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।’’ অভিনেতার এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই শহরের বেশ কিছু থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার জোড়াসাঁকো এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া, বৌবাজার থানায় এক ব্যক্তি মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিধাননগর দক্ষিণ থানাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এ বার সরাসরি পাকিস্তান থেকে হুমকি ভিডিয়ো। পাল্টা কী বলেন অভিনেতা? সেটা সময়ের অপেক্ষা। উৎস : আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়