শিরোনাম
◈ শহিদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশা থাকবে গণভবন জাদুঘরে : নাহিদ ইসলাম ◈ ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ধীরে ধীরে খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, অভ্যাস করবেন যেভাবে ◈ মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে : প্রেস সচিব ◈ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম ◈ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে হতাশ সাবেক অধিনায়ক বুলবুল ◈ ফিলিস্তিনের সমর্থনে গ্যালারিতে ব্যানার নেয়ায় শাস্তির মুখে পড়তে পারে পিএসজি ◈ ব্রাহ্মণবাড়িয়া শহরে বহুতল ভবন থেকে পতিতাসহ ৮ জন গ্রেফতার ◈ ট্রাম্পের জয়ে কেমন হবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক, যা বললেন বিশেষজ্ঞরা ◈ সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজ বদলের জন্য চাটুন ও চাটান : শ্রীলেখা

বিনোদন জগতের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শাসক দলের উদ্দেশে তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি কিছু বিশেষ ঘটনা ও পরিস্থিতির বিরুদ্ধে কথা বলতে ভয় পান না। যদিও জানেন যে, এর ফলে কত বড় প্রতিক্রিয়া আসতে পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে শ্রীলেখা লিখেছেন— সমাজ বদলের জন্য চাটুন ও চাটান… কালীঘাটের হাওয়াই চটি…Tring Tring tri tring।

শ্রীলেখার এই পোস্টে একটি ইঙ্গিত রয়েছে, যা অনেকেই মনে করছেন, তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও টালিউডের কিছু চরিত্রের প্রতি নির্দেশিত। তবে স্পষ্ট নয়, তিনি আসলে কাদের দিকে আঙুল তুলেছেন। তিনি বরাবরই সমাজের বিভিন্ন অবিচারের বিরুদ্ধে সরব থেকেছেন। এমনকি আরজি করকাণ্ডের ঘটনার প্রতিবাদে তিনি প্রথম সারিতে ছিলেন।

সোমবার রাসবিহারিতে হওয়া একটি প্রতিবাদ কর্মসূচিতেও উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন— গতকাল অভয়া মঞ্চ থেকে… আমরা ভুলিনি ভুলতে দেব না। আরজি করকাণ্ড টু ফালাকাঁটা… বিচার ছিনিয়ে নেওয়ার সময় আসছে। মনে রাখবেন— এ রাজ্য কারোর বাবার নয়, কোনো রানি ও যুবরাজ নেই এখানে। এ রাজ্য আমার আপনার সবার...।

শ্রীলেখা আরও লিখেছেন—রাজ্যে বাচ্চা ও নারীদের সঙ্গে নিরন্তর যে অন্যায় হতেই চলেছে, তার দায় পুলিশ-মন্ত্রীকে নিতেই হবে। জগাখিচুড়ি আর বানাতে দেওয়া যাবে না। বানালে ছাড়ব না। এসব মন্তব্যে তার প্রতিজ্ঞা এবং দৃঢ়তার পরিচয় মিলছে।

তবে সরাসরি শাসক দলের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি বেশ কিছু কদর্য মিমের শিকার হয়েছেন। শাসক দলের সমর্থিত ফেসবুক পেজ থেকে শ্রীলেখার বিরুদ্ধে বানানো মিম শেয়ার করা হয়েছে, যা সমাজে তার জনপ্রিয়তা ও পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু এসব কিছুতেই শ্রীলেখার মুখ বন্ধ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়