শিরোনাম
◈ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি থাকবে যতদিন ◈ বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র ◈ ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা: সারজিস আলম ◈ ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর পক্ষে-বিপক্ষে নানা মত ◈ পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে রাস্তায় ব্যারিকেড, বন্ধ হবে ইন্টারনেট ◈ দেশে জ্বালানি তেলের দাম কত কমানো সম্ভব, জানালো সিপিডি ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুশান্তকে খুন করা হয়েছে’, দাবি সালমানের প্রাক্তন প্রেমিকার

সালমান খানের প্রাক্তন প্রেমিকা হিসেবেই বেশি চর্চায় তিনি। একসময় অভিনয়ে নিয়মিত থাকলেও সেই পাঠ চুকিয়ে নিজেকে আড়াল করেছেন বহু আগে। সালমান খানের বিরুদ্ধেও এনেছেন একের পর এক অভিযোগ। শারীরিক অত্যাচারের কারণেই সালমানকে ছেড়েছেন বলেই দাবি করেছেন একাধিকবার।

এবার প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে হত্যা বলে দাবি করে নতুন আলোচনায় উঠে এলেন সোমি আলি!

বিগত কয়েক দিন ধরে একাধিক খুনের হুমকি আসছে সালমান খানের কাছে। তার পর থেকে নড়েচড়ে বসেছেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। দীর্ঘ আট বছর সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। সোমি প্রায় সময়ই সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আবার কখনো প্রাক্তন প্রেমিকের পক্ষও নিচ্ছেন।

এবার তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন।

সোমির দাবি, প্রয়াত অভিনেতার অটোপসি রিপোর্ট বদলানো হয়েছে। আত্মহত্যা নয়, বরং খুন করা হয়েছে সুশান্তকে। এই লিখিত মন্তব্যের স্ক্রিনশট এখন ভাইরাল ইন্টারনেটে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক অনুরাগী সুশান্তের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন সোমি আলির কাছে। সেই অনুরাগী সোমিকে জিজ্ঞাসা করেন, সুশান্তের মৃত্যু নিয়ে তার কী মত? যেভাবে বলিউড বিষয়টিকে একঘরে করে দিয়েছে তা নিয়েও হতাশা প্রকাশ করেন ওই অনুরাগী। আর এই প্রশ্নের জবাবেই সোমি বলেন, ‘সুশান্তকে খুন করা হয়েছে এবং আত্মহত্যার মতো দেখানো হয়েছে। এইমসের চিকিৎসক সুধীর গুপ্তকে প্রশ্ন করুন ময়নাতদন্তের রিপোর্ট কে পাল্টে দিয়েছে? আর কেন?’

সোমির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ অভিনেত্রীর মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, কেউ কেউ এটাও বলছেন, শুধু অভিযোগ করাটাই সোমি আলির কাজ।

২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তার ময়নাতদন্ত করেছিলেন মুম্বাইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। অনেকেই মনে করেছিলেন, এটি আত্মহত্যা। আবার অনেকে দাবি করেন যে সুশান্তকে খুন করা হয়েছে। সেই বছরেরই অক্টোবরে ‘এআইআইএমএস’ মেডিক্যাল বোর্ড সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়