শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১২:৫৬ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মহিলা আমাকে ফোন দিয়ে বলে আপনারাতো আলাদা হয়ে গেছেন : ওমর সানী (ভিডিও)

‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর ৫১তম জন্মদিন আজ (৩ নভেম্বর)। বয়স যেন কোনোভাবেই ছুঁতে পারছে না তাকে। তা শুধু সংখ্যাতেই আটকে আছে। এই বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ঢালিউডের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় মৌসুমী-সানীকে।

বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন মৌসুমী। এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই জন্মদিন উদযাপন করবেন তিনি। তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই তার। কিন্তু প্রিয়তমা সেই স্ত্রীর জন্মদিনেই পাশে নেই ওমর সানী।

মৌসুমীর জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে চিত্রনায়ক বলেন, কাজ শেষ করে খুব শিগগরই দেশে ফিরবেন মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও ভীষণ খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।

ঘনিষ্ঠ সূত্র হতে জানা গেছে, গেল বছরের অক্টোবরে সেখানে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা। মূলত স্থায়ী আবাসন গড়ার লক্ষে দেশটিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে গিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন তিনি।

অন্যদিকে জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই। তাই মেয়েকেই সময় দেবো। যদি সময় সুযোগ হয় তাহলে আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো।

তিনি আরও বলেন, বাসায় নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাবো আমি। তবে সানী (স্বামী) এবং ফারদিনকে (ছেলে) ভীষণ মিস করবো। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়