শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমী রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে যা বললেন 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের আজকের এই দিনে খুলনা শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ৩ নভেম্বর ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রেখেছেন তিনি। এবার তিনি জন্মদিন উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

জন্মদিনে ভক্ত ও দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন মৌসুমী। তাকে ঘিরে ফেসবুকে নানা পোস্ট করছেন শুভাকাঙ্ক্ষীরা। বর্তমানে নায়িকা আছেন যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ধরেই দেশটিতে অবস্থান করছেন তিনি। আর মৌসুমীর স্বামী ওমর সানী বিশেষ এদিনটি তার ভক্তদের সঙ্গে পালন করেছেন।

অন্যদিকে, একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা বলেন, দেশের একমাত্র নায়িকা যার বয়স সবাই জানে, সেটা হলো মৌসুমী। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন, সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তাহলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই, মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।

সেই সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছিলেন তার আগামী দিনের পরিকল্পনার কথাও। তার ভাষ্য, সবচেয়ে বেশি প্রাধান্য দিই সামাজিক কাজকে। এটাতে আনন্দ পাই। পাশাপাশি রাজনীতি করতে চাই। আর ব্যবসা-বাণিজ্য তো জীবনেরই অংশ। রাজনীতিতে আরও সক্রিয় হতে চান? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেছিলেন, ধীরে ধীরে সক্রিয় হতে চাই। সবার সঙ্গে চলব, ফিরব ও শিখব। একটা সময় দায়িত্ব নেওয়ার মতো অবস্থা যখন হবে, তখন হয়তো আরও সামনের দিকে পা বাড়াব। তবে এখনই সেসব চিন্তা নয়।

তিনি জানান, রাজনীতিতে যারা জ্যেষ্ঠ ও সক্রিয়, তাদের কথা ভিন্ন। কিন্তু তুলনায় যারা নতুন, তাদের সঙ্গে তুলনা করলে অভিনয় তাকে অনেক প্লাস পয়েন্ট দেয়।

তিনি বলেন, সে জন্য আমার ইচ্ছা রাজনীতিতে আরও সক্রিয় হওয়া। তবে এটা কিন্তু সত্যি, কিছু পেতে হবে, এই চিন্তা আমার নেই। মানুষের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগবে।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে ১৯৯২ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন পর্দায়।

মাত্র ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এরপর অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। ওমর সানীর সঙ্গেও তার জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়